উন্নত আবাসন সুবিধাসম্পন্ন আধুনিক ভবন নির্মিত হচ্ছে - স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » উন্নত আবাসন সুবিধাসম্পন্ন আধুনিক ভবন নির্মিত হচ্ছে - স্পীকার
শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩



উন্নত আবাসন সুবিধাসম্পন্ন আধুনিক ভবন নির্মিত হচ্ছে - স্পীকার

ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৩ : জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের আবাসিক সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য দীর্ঘদিন ধরে কাজ চলমান রয়েছে। তিনি বলেন, সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের জন্য উন্নত আবাসন সুবিধাসম্পন্ন আধুনিক ভবন নির্মিত হচ্ছে।

আগারগাঁও জাতীয় সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্সে জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের জন্য ১১২টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ কথা বলেন।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে, এম আব্দুস সালামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ডেপুটি স্পীকার মো: শামসুল হক টুকু এমপি উপস্থিত ছিলেন এবং চীফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপি বক্তব্য রাখেন। এছাড়াও গৃহায়ণ ও গণপূর্ত সচিব, জাতীয় সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি বক্তব্য রাখেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, আধুনিক ভবনগুলোতে প্রয়োজনীয় বিভিন্ন সুযোগ সুবিধাসহ নিরাপত্তার বিষয়ও গুরুত্ব পায়। এ ভবনগুলোতে উন্নত জলাধারসহ অগ্নি নির্বাপন, পয়ঃনিষ্কাশন, বৃষ্টির পানি সংরক্ষণ ও বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা রয়েছে, যা খুবই গুরুত্বপূর্ণ।

স্পীকার বুয়েটের তত্ত্বাবধানে আগারগাঁওয়ে সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্সে ১১২টি ফ্লাট দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

চীফ হুইপ নূর- ই -আলম চৌধুরী নিরাপত্তার স্বার্থে ও পরিবেশ রক্ষায় আবাসিক কমপ্লেক্সের বসবাসকারীদের সুশৃঙ্খলভাবে বসবাস করার আহবান জানান।

এসময় স্পীকার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দের জন্য ১১২টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তরে মোড়ক উন্মোচন করেন এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

এরপূর্বে স্পীকার মানিক মিয়া এভিনিউতে সংস্কারকৃত ৬নং সংসদ-সদস্য ভবন (ন্যাম ভবন) উদ্বোধন করেন এবং ভবনটি পরিদর্শন করেন।

এসময় জাতীয় সংসদ সচিবালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৫১:২২   ১৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাজনৈতিক দলগুলোর মতানৈক্য সংস্কারকে অনিশ্চয়তার মধ্যে ফেলছে
চট্টগ্রামে ‘কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
জলবায়ু অর্থায়ন ও আঞ্চলিক সহযোগিতার ওপর অর্থ উপদেষ্টার গুরুত্বারোপ
দেশে ফিরেছেন খালেদা জিয়া, বিএনপিতে উচ্ছ্বাস
ইতালিসহ ইউরোপীয় দেশগুলোতে বৈধ অভিবাসন বৃদ্ধির কাজ চলছে: ড. আসিফ নজরুল
অপেক্ষমাণ ভিসা ইস‍্যু দ্রুত সমাধানে ইতা‌লিকে তা‌গিদ
সাইবার নিরাপত্তা আইনে অনলাইন জুয়া নিষিদ্ধ : আসিফ নজরুল
প্রতিটি ভবন হতে হবে পরিবেশবান্ধব ও দুর্যোগ সহনশীল
ঈদুল আজহায় টানা ১০ দিন ছুটি ঘোষণা
মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারে অভিনব কৌশলে গাঁজা পাচার, আটক ২

News 2 Narayanganj News Archive

আর্কাইভ