সিদ্ধিরগঞ্জে ১ দিনে ৫ লাশ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে ১ দিনে ৫ লাশ উদ্ধার
শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩



সিদ্ধিরগঞ্জে ১ দিনে ৫ লাশ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে একদিনে পাঁচ লাশ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে আত্মহত্যার ঘটনা ঘটেছে চারটি। এছাড়া মিনিবাসের হেলপারের লাশ উদ্ধার হয়েছে গাড়ির ভেতর থেকে।

লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, উদ্ধারকৃত লাশগুলো ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। সবকয়টি ঘটনার পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

জানাগেছে, শনিবার (২ সেপ্টেম্বর) ভোররাতে সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকায় নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন লুৎফর রহমান জনি (৩৫)। ৩৫ দিন আগে একই ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছিলের তার স্ত্রী এক সন্তানের মা স্বর্ণা। নিহত লুৎফর রহমান জনি আটি হাউজিং এলাকার প্লট ও ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি আউয়াল মিয়ার ছেলে।

এছাড়া শনিবার ভোরে সিদ্ধিরগঞ্জে সুমিলপাড়ার জহির মিয়ার বাড়ির তৃতীয় তলার ভাড়াটিয়া সাজ্জাদ হোসেনের স্ত্রী নাসরিন আক্তার (২৪) ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন।

সিদ্ধিরগঞ্জে ওয়াবদা এলাকায় গলায় ফাঁস দিয়ে হাসিনা আক্তার (২৭) নামের এক গৃহবধূর আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। নিহত হাসিনা আক্তার নারায়ণগঞ্জের রূপগঞ্জের নুর ইসলামের মেয়ে। তার স্বামীর নাম মো: সানি । তিনি দিনমজুরের কাজ করে। সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের ওয়াবদা কলোনি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জে রশি নিয়ে খেলতে খেলতে গলায় ফাঁস লেগে স্বাধীন (১১) বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে আটি হাউজিং এলাকার ৭ নম্বর রোডের জাহাঙ্গির মিয়ার বাড়ির ষষ্ট তলার ভাড়াটিয়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ওই শিশুর বাবা রাজমিস্ত্রি এবং মা গৃহকর্মীর কাজ করেন। প্রতিদিনের মতো তাকে তার নানির কাছে রেখে তারা কাজের উদ্দেশ্যে বাইরে যান। বিকেলের দিকে সে বাসার বারান্দায় খেলার ছলে কাপড় শুকানোর রশি পেঁচিয়ে ঝুলতে চেয়েছিল। এ সময় রশির সাথে গলায় ফাঁস লেগে নিহত হয়।

এছাড়াও সকালের দিকে সিদ্ধিরগঞ্জের ল্যান্ডিংস্টেশনে মিনিবাস থেকে মছিবুর রহমান (৩৬) নামের এক হেলপারের মরদেহ উদ্ধার করে পুলিশ। মছিবুর রহমান ঢাকার বাড্ডার মগারদিয়া এলাকার মজিবুরের ছেলে।

শুক্রবার রাতে মিনিবাসের ভেতরে ঘুমিয়ে পড়েন মছিবুর রহমান। শনিবার সকালে বাসের অন্যান্য স্টাফরা তাকে ডাকতে গিয়ে মৃত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বাংলাদেশ সময়: ২৩:০৭:৩২   ৩৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশের স্বার্থ ও গণতন্ত্র রক্ষায় বিএনপির কোনো বিকল্প নেই : ইঞ্জিনিয়ার আশরাফ
চুয়াডাঙ্গায়-২ আসনে বিএনপি প্রার্থী বাবুর মনোনয়নপত্র সংগ্রহ
আগামী বছর ফিজিতে দূতাবাস খুলবে ইসরায়েল
সিরিয়ার ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র
রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ
ফরিদপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
বক্স অফিসে ঝড় তুলবে ‘অ্যাভাটার : ফায়ার অ্যান্ড অ্যাশ’
‘নির্বাচনের নামে যারা ব্যবসা করতে আসে তাদের চিহ্নিত করুন’
শিল্প শ্রমিকদের ওপর প্রবাসী ফি বাতিল করলো সৌদি
শ্রীমঙ্গলে মার্কেটে আগুন, ফায়ার সার্ভিসের ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ