মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী শক্তি আজও ষড়যন্ত্র করছে : নসরুল হামিদ বিপু

প্রথম পাতা » ছবি গ্যালারী » মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী শক্তি আজও ষড়যন্ত্র করছে : নসরুল হামিদ বিপু
শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩



মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী শক্তি আজও ষড়যন্ত্র করছে : নসরুল হামিদ বিপু

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী শক্তিগুলো আজও ষড়যন্ত্র করছে।
কোন ষড়যন্ত্রই টিকবে না উল্লেখ করে তিনি বলেন, সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আগামী নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আবারও আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠিত হবে। সে লক্ষ্যকে সামনে রেখে এখন থেকেই আমরা নির্বাচনের মাঠে নেমে গেছি।
নসরুল হামিদ বিপু আজ বিকেলে তার নিজ নির্বাচনী এলাকা দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইউনিয়ন আওয়ামী লীগ ও তাদের সকল সহযোগি সংগঠনের উদ্যোগে আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ।
নসরুল হামিদ বিপু বলেন, ২০০৮ সাল পর্যন্ত আমাদের দেশে বিদ্যুৎ ছিলো মাত্র ৪৩ শতাংশ। কিন্তু আওয়ামী লীগের এ ১৫ বছরের ক্ষমতায় থাকা কালীন দেশবাসী শতভাগ বিদ্যুৎ পেয়েছে।
তিনি বলেন, ৭শ’ নদীর এ দেশে সকল বাধা উপেক্ষা করে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি আমরা। স্বন্দীপে সমুদ্রের তলদেশ দিয়ে বিদ্যুৎ লাইন পৌঁছে দেয়া হয়েছে। একেই বলে ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ কি বিএনপি তা বুঝেই না।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আগামী ৪১’সালের মধ্যে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। বাংলাদেশ হবে পরিবেশ বান্ধব আধুনিক বাংলাদেশ। সে লক্ষ্যকে সামনে রেখে আমরা মানুষের মৌলিক বিষয়গুলোকে নিয়ে কাজ করছি।
আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর আসাদ হোসেন টিটুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ্যাড.জাকির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান হাজী মো.ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জিনজিরা ইউপি চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আসরারুল হাসান আশু, আগানগর ইউপি চেয়ারম্যান হাজী জাহাঙ্গীর শাহ খুশী, বাংলাদেশ জাতীয়দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা যুবলীগ সভাপতি মাহমুদ আলম, বাংলাদেশ ট্যাক্সেস বার কাউন্সিলের সাবেক সভাপতি এ্যাডভোকেট আনোয়ার হোসেন।

বাংলাদেশ সময়: ২৩:০১:১৬   ২২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব
মধ্যরাতে শীতের অনুভূতি তীব্র হতে পারে, বাড়তে পারে কুয়াশা
ঝিনাইদহে পৃথক অভিযানে অস্ত্র ও ককটেল উদ্ধার, মাদকসহ গ্রেপ্তার ২
ছুটির দিনেও রিটার্ন জমা নেবে এনবিআর
পুলিশ ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাই : গ্রেপ্তার ৩
উই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি : তারেক রহমান
বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি
তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে আমরা জয়ী হবো : মির্জা ফখরুল
আমরা দেশের শান্তি চাই : তারেক রহমান
খাগড়াছড়িতে ১২ ভারতীয় গরু জব্দ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ