নাসিকের ৬৯৫ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন আইভী

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাসিকের ৬৯৫ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন আইভী
সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩



নাসিকের ৬৯৫ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন আইভী

গত অর্থবছরের তুলনায় ১০৭ কোটি টাকা বাড়িয়ে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৬৯৫ কোটি ৭ লাখ ৫৮ হাজার ৯১৯ টাকার বাজেট ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে নগর ভবন অডিটোরিয়ামে এ বাজেট ঘোষণা করেন তিনি। এটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২তম বাজেট ও মেয়র আইভীর তৃতীয় মেয়াদে সিটি মেয়রের দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয় বাজেট।

এবারের বাজেটে রাস্তা, ড্রেন, সেতু, কালভার্ট নির্মাণ ও পুনঃনির্মাণ, বৃক্ষরোপণ, দারিদ্র্য বিমোচন, তথ্য প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিয়কায়ন, দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরী ত্রাণ, খেলাধুলার মানোন্নয়নে মাঠ নির্মাণ ও সড়ক বাতি স্থাপনসহ সুপেয় পানি সরবরাহ খাতে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।

এদিকে, বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পের আওতায় মাধ্যমে অবকাঠামো নির্মাণ ও পুনঃনির্মাণ, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং সিটি করপোরেশনের আওতাধীন খালগুলো খননের মাধ্যমে জলাশয় সংরক্ষণে বরাদ্দ রাখা হয়েছে।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ৬৯৫ কোটি ৭ লাখ ৫৮ হাজার ৯১৯ টাকা আয় ও মোট ৬৭২ কোটি ১৪ লাখ ৩৩ হাজার ৯১৪ টাকা ব্যয় ধরা হয়েছে। বছর শেষে ঘোষিত বাজেটে ২২ কোটি ৯৩ লাখ ২৫ হাজার ৫ টাকা উদ্বৃত্ত থাকবে।

বাজেট বাস্তাবায়নের লক্ষ্যে নগরবাসীর সহযোগিতা কামনা করেন এবং সময়মত হোল্ডিং কর, পানির বিল পরিশোধ করে নগরীর উন্নয়ন কার্যক্রমে ভূমিকা রাখার জন্য অনুরোধ জানান তিনি।

বাজেট ঘোষণা শেষে প্রশ্নোত্তর পর্বে মেয়র নগরবাসীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এই পর্বে নগরীর সাংবাদিক, জনপ্রতিনিধি, নাগরিক ও সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন।

গত ২০২২-২০২৩ অর্থ বছরে ৫৮৮ কোটি ৬৯ লাখ ১০ হাজার ৬৩৮ টাকার বাজেট ঘোষণা করেছিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।

বাংলাদেশ সময়: ২৩:০৮:৫৭   ২৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গ্র্যাজুয়েটরা আগামী দিনের সমাজ ব্যবস্থার চাবিকাঠি : ধর্ম উপদেষ্টা
গাজীপুরে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার ৩
মানুষ চায় একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন : দুলু
বিএনপির পাশে থাকার আহ্বান তারেক রহমানের
একটি দল সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় : শিবির সভাপতি
ইরানের বিক্ষোভে ট্রাম্প, নেতানিয়াহু এবং ইউরোপ ‘উত্তেজনা’ বাড়িয়েছে: পেজেশকিয়ান
স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ নিরাপদ নয় : মির্জা ফখরুল
নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি
৫৪ বছর ধরে বেইনসাফি ও দুর্নীতির রাজনীতি চলছে : শফিকুর রহমান
মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে ধানের শীষকে বিজয়ী করতে হবে: সালাহউদ্দিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ