নাসিকের ৬৯৫ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন আইভী

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাসিকের ৬৯৫ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন আইভী
সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩



নাসিকের ৬৯৫ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন আইভী

গত অর্থবছরের তুলনায় ১০৭ কোটি টাকা বাড়িয়ে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৬৯৫ কোটি ৭ লাখ ৫৮ হাজার ৯১৯ টাকার বাজেট ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে নগর ভবন অডিটোরিয়ামে এ বাজেট ঘোষণা করেন তিনি। এটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২তম বাজেট ও মেয়র আইভীর তৃতীয় মেয়াদে সিটি মেয়রের দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয় বাজেট।

এবারের বাজেটে রাস্তা, ড্রেন, সেতু, কালভার্ট নির্মাণ ও পুনঃনির্মাণ, বৃক্ষরোপণ, দারিদ্র্য বিমোচন, তথ্য প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিয়কায়ন, দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরী ত্রাণ, খেলাধুলার মানোন্নয়নে মাঠ নির্মাণ ও সড়ক বাতি স্থাপনসহ সুপেয় পানি সরবরাহ খাতে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।

এদিকে, বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পের আওতায় মাধ্যমে অবকাঠামো নির্মাণ ও পুনঃনির্মাণ, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং সিটি করপোরেশনের আওতাধীন খালগুলো খননের মাধ্যমে জলাশয় সংরক্ষণে বরাদ্দ রাখা হয়েছে।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ৬৯৫ কোটি ৭ লাখ ৫৮ হাজার ৯১৯ টাকা আয় ও মোট ৬৭২ কোটি ১৪ লাখ ৩৩ হাজার ৯১৪ টাকা ব্যয় ধরা হয়েছে। বছর শেষে ঘোষিত বাজেটে ২২ কোটি ৯৩ লাখ ২৫ হাজার ৫ টাকা উদ্বৃত্ত থাকবে।

বাজেট বাস্তাবায়নের লক্ষ্যে নগরবাসীর সহযোগিতা কামনা করেন এবং সময়মত হোল্ডিং কর, পানির বিল পরিশোধ করে নগরীর উন্নয়ন কার্যক্রমে ভূমিকা রাখার জন্য অনুরোধ জানান তিনি।

বাজেট ঘোষণা শেষে প্রশ্নোত্তর পর্বে মেয়র নগরবাসীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এই পর্বে নগরীর সাংবাদিক, জনপ্রতিনিধি, নাগরিক ও সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন।

গত ২০২২-২০২৩ অর্থ বছরে ৫৮৮ কোটি ৬৯ লাখ ১০ হাজার ৬৩৮ টাকার বাজেট ঘোষণা করেছিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।

বাংলাদেশ সময়: ২৩:০৮:৫৭   ২৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ
দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল ও উপকরণ বিতরণ
স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে প্রধান উপদেষ্টা কোনো সিদ্ধান্ত নিলে, দায় নেবে না বিএনপি: আমীর খসরু
‘নতুন কুঁড়ি’র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ব্রিটিশ মন্ত্রী জেনি চ্যাপম্যান
ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
ভাষণে জুলাই সনদ লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা: সালাহউদ্দিন
রাস্তা ফাঁকা নয়, জনমনে কোনো শঙ্কাও নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
জুলাই গণহত্যা মামলায় সাবেক আইজিপি মামুন ট্রাইব্যুনালে
ভবিষ্যতে দৃষ্টান্ত হয়ে থাকবে, তেমন একটি রায় প্রত্যাশা করছি: চিফ প্রসিকিউটর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ