সিলেট-ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের বিশেষ নিরাপত্তা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিলেট-ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের বিশেষ নিরাপত্তা
বুধবার, ১৮ অক্টোবর ২০২৩



সিলেট-ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের বিশেষ নিরাপত্তা

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিজস্ব আওতাধীন সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

বুধবার (১৮ অক্টোবর) র‌্যাব-৯-এর মিডিয়া শাখা এ তথ্য জানায়।

র‌্যাব জানায়, দুর্গোৎসবের পাশাপাশি দেশের সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার অংশ হিসেবে র‍্যাব-৯-এর আওতাধীন সিলেট মহানগরসহ বিভাগের অন্যান্য জেলা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় পর্যাপ্ত টহল মোতায়েন রাখা হয়েছে।

তারা আরও জানায়, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ পাঁচটি জেলায় (সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া) নিয়মিত রোবাস্ট প্যাট্রল পরিচালনা করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ধারাবাহিকভাবে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

শারদীয় দুর্গাপূজা ও দেশের সার্বিক পরিস্থিতিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ যেন কোনো গুজব ছড়াতে না পারে এবং যে কোনো ধরনের সাইবার অপরাধ নিয়ন্ত্রণের জন্য র‌্যাব-৯-এর সাইবার মনিটরিং সেল সার্বক্ষণিক তদারকি করছে।

এ ছাড়াও বিভিন্ন জঙ্গি সংগঠন, চরমপন্থি বা স্বার্থান্বেষী মহল এবং সন্ত্রাসীরা যেন কোনো ধরনের নাশকতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য র‌্যাব-৯-এর বিশেষ টহল এবং চেকপোস্ট কার্যক্রমের পাশাপাশি সাদা পোশাকে র‌্যাব সদস্যরা বিভিন্ন পূজামণ্ডপ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্কতার সঙ্গে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র‌্যাব-৯-এর পর্যাপ্ত সংখ্যক রিজার্ভ ফোর্স মোতায়েন রয়েছে বলে জানায় মিডিয়া শাখা।

বাংলাদেশ সময়: ১৫:৪৪:১৩   ২৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যায় দোষীদের গ্রেফতার দাবি আমিনুলের
‘নির্ধারিত সময়ে আপিল না করলে হাসিনা গ্রেফতার হলেই মৃত্যুদণ্ড কার্যকর’
জ্বালানি ও বিদ্যুৎ খাতের ন্যায্য রূপান্তরে ১২ দফা নাগরিক ইশতেহার
যুব সমাজ রক্ষার্থে মাদকের আগ্রাসন রুখে দেয়ার আহ্বান সিলেট বিভাগীয় কমিশনারের
প্রাথমিক শিক্ষকদের গ্রেডেশনের বিষয় সক্রিয় বিবেচনা করছে সরকার : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
আমরা আর ‘ভারতের দাদাগিরি’ মানব না : রাশেদ খান
অনেক আগেই হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে : এমরান সালেহ প্রিন্স
মাসুদুজ্জামানের পক্ষে ১৭নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ
যাচাই-বাছাই করে দল মনোনয়ন দিয়েছে, ষড়যন্ত্র করে লাভ হবে না : মান্নান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ