শুভ দীপাবলি এবার দুইদিন!

প্রথম পাতা » ছবি গ্যালারী » শুভ দীপাবলি এবার দুইদিন!
রবিবার, ১২ নভেম্বর ২০২৩



শুভ দীপাবলি এবার দুইদিন!

হিন্দু সম্প্রদায়ের আলোর উৎসব দীপাবলি রোববার (১২ নভেম্বর) শুরু হতে যাচ্ছে। এই দিন হিন্দু ধর্মাবলম্বীরা ঘরে ঘরে ছোট ছোট মাটির প্রদীপ জ্বালিয়ে আলোর এ উৎসবে মেতে ওঠে। এবার দুই দিন ধরে চলবে এ উৎসব।

হিন্দুশাস্ত্র অনুযায়ী, আগামী ১২ নভেম্বর ( রোববার) দুপুর থেকে পরদিন ১৩ নভেম্বর ( সোমবার) দুপুর পর্যন্ত তিথি পড়েছে দীপাবলির। দীপাবলির দুই দিন তিথি পড়লেও সোমবারকে দীপাবলির জন্য সঠিক সময় মনে করছেন না পুরোহিতরা।

সোমবার দুপুরেই দীপাবলির তিথি শেষ হয়ে যাওয়ায় রোববারের সন্ধ্যাকে সঠিক সময় বলে মনে করছেন তারা। এ হিসাব মতে, তিথি অনুযায়ী দীপাবলি উৎসব দুই দিন হলেও হিন্দু ধর্মাবলম্বীরা আগামীকাল রোববারই পালন করবেন আলোর এ পবিত্র উৎসব।

সনাতন বা হিন্দুধর্মে দীপাবলিতে লক্ষ্মী ও গণেশ পূজার রীতি রয়েছে। শাস্ত্রমতে, এ দুই পূজার শুভ দিন রোববার (১২ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৪০ মিনিট থেকে ৭টা ৩৬ মিনিট পর্যন্ত। আর লক্ষ্মীপুজার মহানিশীথ কালের শুভ ক্ষণ রাত ১১টা ৩৯ মিনিট থেকে মধ্যরাত্রি ১২টা ৩১ মিনিট পর্যন্ত।

এ তিথিতে লক্ষ্মী ও গণেশ পূজা করলে ব্যক্তির জীবন অঢেল অর্থ আর সুখ-সমৃদ্ধিতে ভরে উঠে। আর দীপাবলির তিথিতে প্রজ্জ্বলিত প্রতিটি বাতি জীবনের অন্ধকার দূর করে জীবনকে করে তোলে ঝলমলে। অন্ধকারের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীকও মনে করা হয় দীপাবলির আলোকে।

ভারতীয় অবাঙালিরা দীপাবলির তিথিতে করে ধনতেরাস উৎসব। তবে বাঙালিরা লক্ষ্মী ও গণেশ পূজার শুভ সময় সন্ধ্যা পেরিয়ে যাওয়ার পর উদযাপন করেন কালী পূজাও।

দীপাবলির দিন রোববার মধ্যরাতেই শুরু হবে শ্রী শ্রী শ্যামা পূজা বা কালী পূজা। অমাবস্যার এ তিথিতে সব হিন্দুই কালী পূজা করেন না। শুধুমাত্র বাঙালি, অসমীয়া ও ওড়িয়া হিন্দুরা এ তিথিতে কালী পূজা উদযাপন করেন।

বাঙালি সংস্কৃতিতে কালীপূজার পাশাপাশি দীপাবলির উৎসব গুরুত্বপূর্ণ। আলোর উৎসব দীপাবলিকে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা দীপাবলি বললেও অবাঙালি হিন্দু ধর্মাবলম্বীরা একে দিওয়ালি বলে থাকে। ধর্মীয় এই উৎসবকে অনেকে দীপান্বিতা কালীপূজাও বলে থাকে। কাশীনাথ রচিত শ্যামাসপর্যাবিধিগ্রন্থে এই পূজার সর্বপ্রথম উল্লেখ পাওয়া যায় ১৭৭৭ খ্রিষ্টাব্দে।

অশুভ অকল্যাণের প্রতীক অন্ধকারকে দূর করে শুভ ও কল্যাণের প্রতিষ্ঠায় এই উৎসব হিন্দুধর্মাবলম্বীরা পালন করে চলেছে শত শত বছর ধরে।

বাংলাদেশ সময়: ১৩:৫৪:২৭   ১৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে মে দিবসে শ্রমিকদের দুগ্রুপের মারামারি আহত-৪
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল করিম, সম্পাদক আনিসুজ্জামান
খুলনায় মে দিবস পালিত
কাশ্মীরে হামলাকারীদের অবশ্যই বিচার হবে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে নারী দল পাঠাবে চীন
নতুন সুখবরে ভাসছেন মেহজাবীন
কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু বিএনপির শ্রমিক সমাবেশ
ইউক্রেনের ওডেসা বন্দরে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ২
মানবিক করিডোর দেয়ার আগে স্বাধীনতা-সার্বভৌমত্ব স্পষ্ট করুন : রিজভী
নতুন বাংলাদেশ গড়তে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে সরকার : প্রধান উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ