শুভ দীপাবলি এবার দুইদিন!

প্রথম পাতা » ছবি গ্যালারী » শুভ দীপাবলি এবার দুইদিন!
রবিবার, ১২ নভেম্বর ২০২৩



শুভ দীপাবলি এবার দুইদিন!

হিন্দু সম্প্রদায়ের আলোর উৎসব দীপাবলি রোববার (১২ নভেম্বর) শুরু হতে যাচ্ছে। এই দিন হিন্দু ধর্মাবলম্বীরা ঘরে ঘরে ছোট ছোট মাটির প্রদীপ জ্বালিয়ে আলোর এ উৎসবে মেতে ওঠে। এবার দুই দিন ধরে চলবে এ উৎসব।

হিন্দুশাস্ত্র অনুযায়ী, আগামী ১২ নভেম্বর ( রোববার) দুপুর থেকে পরদিন ১৩ নভেম্বর ( সোমবার) দুপুর পর্যন্ত তিথি পড়েছে দীপাবলির। দীপাবলির দুই দিন তিথি পড়লেও সোমবারকে দীপাবলির জন্য সঠিক সময় মনে করছেন না পুরোহিতরা।

সোমবার দুপুরেই দীপাবলির তিথি শেষ হয়ে যাওয়ায় রোববারের সন্ধ্যাকে সঠিক সময় বলে মনে করছেন তারা। এ হিসাব মতে, তিথি অনুযায়ী দীপাবলি উৎসব দুই দিন হলেও হিন্দু ধর্মাবলম্বীরা আগামীকাল রোববারই পালন করবেন আলোর এ পবিত্র উৎসব।

সনাতন বা হিন্দুধর্মে দীপাবলিতে লক্ষ্মী ও গণেশ পূজার রীতি রয়েছে। শাস্ত্রমতে, এ দুই পূজার শুভ দিন রোববার (১২ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৪০ মিনিট থেকে ৭টা ৩৬ মিনিট পর্যন্ত। আর লক্ষ্মীপুজার মহানিশীথ কালের শুভ ক্ষণ রাত ১১টা ৩৯ মিনিট থেকে মধ্যরাত্রি ১২টা ৩১ মিনিট পর্যন্ত।

এ তিথিতে লক্ষ্মী ও গণেশ পূজা করলে ব্যক্তির জীবন অঢেল অর্থ আর সুখ-সমৃদ্ধিতে ভরে উঠে। আর দীপাবলির তিথিতে প্রজ্জ্বলিত প্রতিটি বাতি জীবনের অন্ধকার দূর করে জীবনকে করে তোলে ঝলমলে। অন্ধকারের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীকও মনে করা হয় দীপাবলির আলোকে।

ভারতীয় অবাঙালিরা দীপাবলির তিথিতে করে ধনতেরাস উৎসব। তবে বাঙালিরা লক্ষ্মী ও গণেশ পূজার শুভ সময় সন্ধ্যা পেরিয়ে যাওয়ার পর উদযাপন করেন কালী পূজাও।

দীপাবলির দিন রোববার মধ্যরাতেই শুরু হবে শ্রী শ্রী শ্যামা পূজা বা কালী পূজা। অমাবস্যার এ তিথিতে সব হিন্দুই কালী পূজা করেন না। শুধুমাত্র বাঙালি, অসমীয়া ও ওড়িয়া হিন্দুরা এ তিথিতে কালী পূজা উদযাপন করেন।

বাঙালি সংস্কৃতিতে কালীপূজার পাশাপাশি দীপাবলির উৎসব গুরুত্বপূর্ণ। আলোর উৎসব দীপাবলিকে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা দীপাবলি বললেও অবাঙালি হিন্দু ধর্মাবলম্বীরা একে দিওয়ালি বলে থাকে। ধর্মীয় এই উৎসবকে অনেকে দীপান্বিতা কালীপূজাও বলে থাকে। কাশীনাথ রচিত শ্যামাসপর্যাবিধিগ্রন্থে এই পূজার সর্বপ্রথম উল্লেখ পাওয়া যায় ১৭৭৭ খ্রিষ্টাব্দে।

অশুভ অকল্যাণের প্রতীক অন্ধকারকে দূর করে শুভ ও কল্যাণের প্রতিষ্ঠায় এই উৎসব হিন্দুধর্মাবলম্বীরা পালন করে চলেছে শত শত বছর ধরে।

বাংলাদেশ সময়: ১৩:৫৪:২৭   ২৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের আর্থিক সহায়তার চেক বিতরণ:
ভোলায় গণসংযোগে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ১১
আড়াইহাজারে ২ মাদক সেবনকারীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড
নতুন কূপ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
বাংলাদেশকে বিশ্বকাপ জিততে দেখতে চান শোয়েব আখতার
সিইসির বক্তব্যে জামায়াত আমিরের ক্ষোভ
পুরোনো রাষ্ট্রব্যবস্থা ব্যবহার করে হাদিকে গুলি করা হয়েছে: ফরহাদ মজহার
কেউ দলের নাম ভাঙিয়ে অপরাধ করলে ব্যবস্থা নেওয়া হবে: দিপু ভূঁইয়া
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে জেলা প্রশাসন কাজ করছে: ডিসি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ