জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবে নজিরবিহীন বিক্ষোভ

প্রথম পাতা » আন্তর্জাতিক » জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবে নজিরবিহীন বিক্ষোভ
রবিবার, ১২ নভেম্বর ২০২৩



জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবে নজিরবিহীন বিক্ষোভ

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে জিম্মি ইসরাইলি ও অন্যান্য বিদেশিদের মুক্ত করে আনার দাবিতে তেল আবিবে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। শনিবারের (১১ নভেম্বর) এ বিক্ষোভে হামাসের হাতে বন্দি হওয়া অনেক ইসরাইলির স্বজনরা অংশ নিয়েছেন।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীদের মধ্যে বেশিরভাগই ছিলেন গাজায় ইসরাইলি বন্দিদের বন্ধু এবং পরিবারের সদস্য। এ সময় তারা অবিলম্বে বন্দিদের ফিরিয়ে আনার দাবি জানান।

বিক্ষোভে অংশ নেয়া নাওম পেরি’র বাবাকে নির ওজ শহর থেকে অপহরণ করা হয়েছে। ইসরাইলি সংবাদপত্র হারেৎজকে নাওম পেরি বলেন,
প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্যরা যেন বিজয়ের কথা না বলেন, গাজাকে ধুলিস্যাৎ করে দেয়ার কথাই না বলেন। তারা যেন হামাসের হাতে বন্দি লোকজনকে ঘরে ফিরিয়ে আনতে কার্যকর ব্যবস্থা নেন।

গত ৭ অক্টোবর ইসরাইলের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের নজিরবিহীন হামলায় ইসরাইলি সেনা, বেসামরিক নাগরিক এবং বিদেশিসহ ২৪০ জনেরও বেশি মানুষকে বন্দি করা হয়। এ হামলায় প্রায় ১ হাজার ৪০০ ইসরাইলি নিহত হয়, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এরপর থেকে ইসরাইল ফিলিস্তিনে বিরামহীনভাবে হামলা চালিয়ে যাচ্ছে।

এদিকে আরব ও ইহুদিসহ কয়েকশ ইসরাইলি বামপন্থি তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে একটি পৃথক বিক্ষোভ প্রদর্শন করেছে। যুদ্ধবিরোধী বিক্ষোভের বিরুদ্ধে চলমান দমন-পীড়নের সত্ত্বেও তারা যুদ্ধবিরতির আহ্বান জানান।

তবে গাজায় যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত ৯ নভেম্বর মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধের পর গাজায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার কোনো পরিকল্পনা ইসরাইলের নেই। এ সময় হামাসের সঙ্গে যুদ্ধবিরতিকে তিনি আত্মসমর্পণ বলেও মন্তব্য করেন।

নেতানিয়াহু বলেন, আমি মনে করি ইসরাইলি সেনাবাহিনী অসাধারণ ভালো পারফর্ম করছে, যত সময়ই লাগে, আমরা আমাদের লক্ষ্য অর্জন করব।

গত ৭ অক্টোবর ইসরাইলের পাল্টা হামলা শুরু হওয়ার পর থেকে গাজায় সাড়ে চার হাজারেরও বেশি শিশুসহ ১১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩:৫৭:১১   ২৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


গাজায় ইসরায়েলি হামলা হলেও যুদ্ধবিরতি লঙ্ঘন হয়নি: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় নিহত ১, গুলিবিদ্ধ কয়েকজন
লন্ডন সম্মেলনে ইউক্রেনকে আরো ক্ষেপণাস্ত্রের দেয়ার আহ্বান জানাবে যুক্তরাজ্য
হামাস যুদ্ধবিরতি মেনে চলছে, কিন্তু ইসরাইল লঙ্ঘন করেই যাচ্ছে: এরদোয়ান
যুদ্ধবিরতির পরও গাজায় দুর্ভিক্ষ কমেনি : ডব্লিওএইচও
আসিয়ান সম্মেলন ঘিরে বিশ্ব কূটনীতির কেন্দ্রে মালয়েশিয়া
বাংলাদেশ আমাদের ঘনিষ্ঠ বন্ধু, নির্ভরযোগ্য উন্নয়ন সহযোগী: মালদ্বীপের মন্ত্রী
ইসরায়েল আমেরিকার আশ্রিত রাজ্য নয়: নেতানিয়াহু
আফগানিস্তানে ফের দূতাবাস চালু করল ভারত
মতবিরোধের জেরে জাতীয় নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ