হলান্ডের রেকর্ডের দিনে জয় পেল না ম্যানসিটি

প্রথম পাতা » খেলাধুলা » হলান্ডের রেকর্ডের দিনে জয় পেল না ম্যানসিটি
শনিবার, ২৫ নভেম্বর ২০২৩



হলান্ডের রেকর্ডের দিনে জয় পেল না ম্যানসিটি

হাইভোল্টেজ ম্যাচে মাঠে নেমেছিল ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। খেলার শুরু থেকে রোদের তাপে খেলোয়াড়দের ঘামের পাশাপাশি ঘামছিলেন সমর্থকেরাও। এমন উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখে না ঘেমে উপায় কী! তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি কোনো দলই। তবে জয় না পেলেও ফুটবল বিস্ময় আর্লিং হলান্ড ছুঁয়েছেন আরও একটি রেকর্ড।

শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। সিটিজেনদের পক্ষে গোল করেন হলান্ড। আর অল রেডের হয়ে গোল করেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড।

ম্যাচের ২৭ মিনিটে নাথান আকের বাড়ানো বলে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন আর্লিং হলান্ড। আর তাতেই অনন্য রেকর্ড বইয়ে নাম লেখান তিনি। সিটির লিড গোলের মাধ্যমে প্রিমিয়ার লিগে মাত্র ৪৮ ম্যাচ খেলে ৫০ গোল করলেন হলান্ড। এর আগে এত কম ম্যাচ খেলে ৫০ গোলের কোটা পূরণ করতে পারেননি কেউ।

৬৭ মিনিটে আরও একটি গোল হয়েছিল। তবে সেই গোলের আগে লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকারকে ফাউল করে বসেন সিটির মিডফিল্ডার ম্যানুয়েল অ্যাকাঞ্জি। তাতে জালের দেখা পেয়েও গোলবঞ্চিত হয় ট্রেবল জয়ীরা।

ম্যাচের ৮০ মিনিটে ১-১ গোলের সমতায় ফেরে লিভারপুল। দলটির হয়ে গোল করেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। এই গোলে সহায়তা করেন মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। এরপরে অবশ্য অঘটনেরই জন্ম দিয়েছিলেন সিটি কিপার অ্যালিসন। তিনি বল সেভ করতে গিয়ে গোলের মধ্যে ঢুকে পড়েন। অবশ্য সেটি ইচ্ছাকৃতভাবে নয়। প্রতিপক্ষের খেলোয়াড়ের ধাক্কায় তিনি গোললাইন অতিক্রম করেন। তাতে গোল না দিয়ে রেফারি ফাউলের সংকেত দেন। শেষ পর্যন্ত ব্যবধান ১-১ রেখেই মাঠ ছাড়ে দুদল।

বাংলাদেশ সময়: ২৩:৪১:২৮   ৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


তিন বছর পর জুভেন্টাসের শিরোপা জয়
দেশ ছাড়ার আগে বিশ্বকাপের ফটোসেশনে বাংলাদেশ দল
র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের অবস্থানের ব্যাপক রদবদল
লা লিগা: সোসিয়েদাদকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সেলোনা
ডুরানের জোড়া গোলে লিভারপুলের সাথে ড্র নিয়ে মাঠ ছাড়লো ভিলা
টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা বাংলাদেশের
প্রিমিয়ার লিগ: ইউনাইটেডকে হারিয়ে শিরোপা দৌড়ে টিকে থাকলো আর্সেনাল
ঘরের মাঠে এমবাপ্পের শেষ ম্যাচে জিততে পারলো না পিএসজি
প্রিমিয়ার লিগ: ফুলহ্যামের জালে সিটির চার গোল, রেলিগেটেড হয়ে গেল বার্নলি
লা লিগা: রেলিগেটেড গ্রানাডাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে মাদ্রিদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ