সৌদি আরবের বিনিয়োগ বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির উদাহরণ: সালমান এফ রহমান

প্রথম পাতা » চট্টগ্রাম » সৌদি আরবের বিনিয়োগ বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির উদাহরণ: সালমান এফ রহমান
বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩



সৌদি আরবের বিনিয়োগ বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির উদাহরণ: সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে আঞ্চলিক ব্যবসায়িক গড়ে তুলতে চায় সৌদি আরব। দীর্ঘমেয়াদি বিনিয়োগেও উৎসাহী দেশটির ব্যবসায়ীরা। সৌদি আরবের এই বিনিয়োগকে দেশের সক্ষমতা বৃদ্ধির উদাহরণ হিসেবে দেখছে সরকার। সরকারের বিনিয়োগবান্ধব উদ্যোগের ফলেই এ ধরনের বিনিয়োগ বাড়ছে বলে মন্তব্য করেন তিনি।

বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি।

সালমান এফ রহমান বলেন, সরকার বেসরকারি খাতকে সর্বাত্মক সহযোগিতা করছে। প্রধানমন্ত্রী এই খাতের গুরুত্ব অনুধাবন করেছেন সব সময়। সরকার ব্যবসা করে না, বরং ব্যবসায়ীদের সহযোগিতা করে এটাই প্রমাণ করেছেন তিনি। সরকারের বলিষ্ঠ নেতৃত্বের কারণেই দেশের আজকের উন্নয়ন এই হয়েছে। এই চুক্তির মাধ্যমে সৌদির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এ সম্পর্ক আরো জোরদার হবে বলে আশাব্যক্ত করেন সালমান এফ রহমান।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মনে করেন, বিশ্ব বাণিজ্যে শক্ত অবস্থান নেয়ার সুযোগ আছে বাংলাদেশের। বন্দরে বিদেশী বিনিয়োগ সেই সুযোগকে আরো প্রসারিত করবে। আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ভৌগলিকভাবে সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ।

এ সময় পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের উচ্ছ্বসিত প্রশংসা করেন সৌদি বিনিয়োগমন্ত্রী খালিদ আল ফালিহ। এই অঞ্চলকে ঘিরে ভবিষ্যতে আরো দীর্ঘমেয়াদী বিনিয়োগ পরিকল্পনার কথাও জানান তিনি।

আজ সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান রেট সী গেটওয়ের সঙ্গে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনার বিষয়ে ২২ বছরের চুক্তি হয়েছে চট্টগ্রাম বন্দরের। এর মাধ্যমে প্রথমবারের মতো ল্যান্ডলর্ড বন্দর ধারণার যুগে প্রবেশ করল চট্টগ্রাম।

বাংলাদেশ সময়: ২২:১১:১৫   ৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রাজনীতিতে পরিত্যক্ত মানুষগুলোর আওয়াজ ব্যাঙের মতো বড় : পররাষ্ট্রমন্ত্রী
৩২ সংগঠন নিয়ে ‘চট্টগ্রাম সঙ্গীত সংগঠন মোর্চা’র আত্মপ্রকাশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসম্ভব স্বপ্নকে বাস্তবে পরিণত করেন : অর্থ প্রতিমন্ত্রী
৭ মার্চের আগেই বঙ্গবন্ধু পথনির্দেশ দিয়েছিলেন : গণপূর্তমন্ত্রী
কক্সবাজারে যুবককে ডেকে নিয়ে গুলি করে হত্যা
রোহিঙ্গাদের ৩০ মিলিয়ন ডলারের বেশি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র
বান্দরবানে শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ
প্রকাশ্যে অস্ত্র দেখিয়ে কেন্দ্র দখলের চেষ্টা, ভোটগ্রহণ স্থগিত
রাঙ্গামাটির রাইখালীতে মহিলা সমাবেশ
ভিত্তিপ্রস্তর স্থাপনের ১৪ বছর পর চসিক নগর ভবনের নির্মাণকাজ শুরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ