
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের মনোনীত প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১ টা ৪০ মিনিটের দিকে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীর কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এই সময় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আজকে বাংলাদেশের জন্য অনেক একটা আনন্দের দিন। বিগত ১৫-১৬ বছর ধরে এ দেশের মানুষ ত্যাগ স্বীকার করেছেন।
তারা জীবন দিয়েছেন, খুন হয়েছেন, মিথ্যা মামলার শিকার হয়েছেন, চাকরি হারিয়েছেন। বহু ত্যাগের বিনিময়ে আমরা আজ আমাদের ভোটাধিকার ফিরে পেয়েছি। দেশের মানুষ অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছেন। মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছে তার ভোটাধিকার প্রয়োগ করে তার নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে নির্বাচিত সংসদ করবে,সরকার করবে।
যে সরকার যে সংসদ জনগনের কাছে দায়বদ্ধ থাকবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পেয়েছে। আজকে আনন্দের দিন। আমরা গণতন্ত্রের দিকে যাচ্ছি।
গণতান্ত্রিক অর্ডার ফিরে পাওয়ার দিকে যাচ্ছি। সুতরাং এ আনন্দ আজকে সকলের।’
আমীর খসরু বলেন, ‘জনগণের ওপর আস্থা রাখতে হবে। তাদের ওপর আস্থা রেখে, তাদের মতামতের ওপর আস্থা রেখে আগামীর বাংলাদেশ চলতে হবে। এটাই হচ্ছে গণতন্ত্রের মূলমন্ত্র।
এটা আমাদের সকলকে বিশ্বাস করতে হবে। একে অপরের প্রতি সহনশীল হতে হবে। একটি সহনশীল রাজনৈতিক সংস্কৃতি আমাদের চালু করতে হবে আগামী দিনে।’
জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ১০ দলের জোটের বিষয়ে প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘জোট তো হতে পারে, এটা সকলের অধিকার। প্রতিকটি দলের অধিকার আছে, কিভাবে নির্বাচন করবে তার কৌশল ঠিক করার। এটি রাজনৈতিক দলের অধিকার। আমরা জোট গঠনের বিষয়টি স্বাগত জানাই। বাংলাদেশের মানুষ দিনের শেষে সিদ্ধান্ত নিবে কাদের মাধ্যমে দেশে গণতন্ত্র বার বার ফিরে এসেছে। কারা গণতন্ত্রের জন্য সবকিছু বিসর্জন দিতে রাজী আছে। জনগন জানে কাদের মাধ্যমে দেশের সঠিক উন্নয়ন হবে।’
তিনি আরো বলেন, ‘চট্টগ্রাম বন্দরের যত উন্নয়ন হয়েছে আমাদের সরকারের আমলে হয়েছে। এরপর আর কিছু নেই। এই বন্দর আরো উন্নয়ন হবে। এই এলাকার স্কুল-কলেজ, রাস্তাঘাট, হাসপাতালসহ যেসব সমস্যা আছে তা সমাধানে আমরা কাজ করবো।
বাংলাদেশ সময়: ১৫:৫৬:৫১ ৪ বার পঠিত