আপিলকারীরা শতভাগ ন্যায়বিচার পাবেন : ইসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » আপিলকারীরা শতভাগ ন্যায়বিচার পাবেন : ইসি
শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩



আপিলকারীরা শতভাগ ন্যায়বিচার পাবেন : ইসি

রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) যারা আপিল করেছেন, তারা শতভাগ ন্যায় বিচার পাবেন, শতভাগ।

শুক্রবার আপিল কার্যক্রমের চতুর্থ দিনে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এ কথা বলেন।
ছোটখাটো ভুল-ত্রুটি সমাধান করে প্রার্থিতা ফেরত পাওয়ার আবেদন করলে কমিশন বিবেচনা করবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা কমিশন বিবেচনা করবে, অ্যাডভান্স তো বলতে পারি না। কমিশন অবশ্যই ন্যায়বিচার করে তাদের আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ করে কিছু আপিল হয়েছে। সেগুলোর বিরুদ্ধে যদি প্রমাণ পান, বাতিল করবেন কি না, জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই। আইনে আছে, দেখুন এবার আরপিও সংশোধন হয়েছে। আগে ছিল রিটার্নিং অফিসারের রিজেকশনের বিরুদ্ধে আপিল। আরপিওতে আছে, শুধু রিটার্নিং অফিসারের রিজেকশন না, রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে। অ্যাকসেপ্টেন্সের বিরুদ্ধেও আপিল হবে, রিজেকশনের বিরুদ্ধে আপীল হবে। যেহেতু আইনে আছে, কমিশন যথাযথ সিদ্ধান্ত নেবে।

যারা মনোনয়ন জমা দিতে পারেননি তাদের বিষয়ে কী সিদ্ধান্ত হবে, এমন প্রশ্নের জবাবে ইসির অতিরিক্ত সচিব বলেন, সময়মতো হাজির হয়ে যদি তারা মনোনয়ন জমা দিতে না পারেন, তারা তো হাইকোর্টে গিয়েছিলেন, হাইকোর্ট যদি নিদেশনা দেন তাহলে রিটার্নিং অফিসার মনোনয়নপত্র গ্রহণ করবেন। হাইকোর্ট থেকে যদি তারা প্রতিকার না পান, সেক্ষেত্রে আমাদের কিছু করণীয় নেই।

বাংলাদেশ সময়: ২১:৩৪:১৫   ১৫০ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অঞ্চল-১’এ চারজন শীর্ষে
রাকসু নির্বাচন পেছালো, ভোটগ্রহণ ২৮ সেপ্টেম্বর
জামালপুরে জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে স্বাস্থ্যসেবা
দাম্পত্যজীবনে সুখী হওয়ার উপায় জানালেন কাজল
তিন ম্যাচের সিরিজ খেলতে নেদারল্যান্ডস দল এখন সিলেটে
১ হাজার ১ টাকায় মসজিদ ও মন্দিরকে জমি দিল সরকার
আসন বিন্যাস চায় পাবনা, আগের আসন পুনর্বহাল চায় সিরাজগঞ্জবাসী
প্রকৌশল শিক্ষার্থীরা দাবিগুলো প্রস্তাব আকারে দিলে সমাধান করে দেব জনপ্রশাসন সচিব
জটিলতা তৈরি না করে সংস্কার শেষে ঘোষিত সময়ে নির্বাচন দিন: ফখরুল
কবি নজরুল ছিলেন মুসলিম জাগরণের অগ্রদূত : ডা. ইরান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ