বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, সিডনীর আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

প্রথম পাতা » আন্তর্জাতিক » বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, সিডনীর আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন
শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩



বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, সিডনীর আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

সিডনিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল -এর উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও দিনব্যাপি কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। প্রত্যুষে, বাংলাদেশ হাউজের সবুজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। এসময় কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। বিকেলে, বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য উপলক্ষ্যে কনস্যুলেট প্রাঙ্গণে আয়োজন করা হয় এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময়, উপস্থিত সকলের সামনে দিবসটি উপলক্ষ্যে প্রেরিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। এরপর, মহান বিজয় দিবসের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন কনসাল জেনারেল মো. সাখাওয়াৎ হোসেন। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য সিডনি প্রবাসী বীর মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেয়া হয় সম্মাননা স্মারক। কনসাল জেনারেল সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে তার বক্তব্য শুরু করেন।

বক্তব্যের শুরুতে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের মহান স্বাধীনতা ও বিজয় অর্জনে অবদান রাখা প্রতিটি বীর বাঙ্গালির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তিনি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ায় মনোনিবেশ করতে সবাইকে আহবান জানান। এছাড়াও বিগত এক দশকে আর্থ-সামাজিক খাতে বাংলাদেশের অভাবনীয় সাফল্য ও উন্নয়নের চিত্র তিনি তুলে ধরেন। তিনি উপস্থিত সকলকে নিজ নিজ অবস্থান থেকে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখার আহবান জানান। তিনি এসময় সকল অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশীকে বৈধ পথে র‍্যামিটেন্স প্রেরণ এবং সার্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণের জন্য অনুরোধ জানান।

আলোচনা পর্ব সমাপনান্তে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিডনী প্রবাসী বাংলাদেশী শিল্পীবৃন্দের পরিবেশনা দিয়ে সাজানো এই সাংস্কৃতিক পর্ব উপস্থিত সকলের মন কেড়েছে। সিডনীর বিভিন্ন শ্রেণিপেশার মানুষ স্বতস্ফুর্তভাবে এই বিজয় আনন্দে অংশগ্রহণ করেন। একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার ও প্রত্যয় ব্যক্ত করে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:৫০:০৪   ৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


হেলিকপ্টার দুর্ঘটনা প্রেসিডেন্ট রাইসিসহ ৯ জনের মরদেহ উদ্ধার
রাইসির মৃত্যুতে ‘গভীরভাবে শোকাহত ও মর্মাহত’ মোদি
পশ্চিমা নিষেধাজ্ঞার পরও নতুন উচ্চতায় রাশিয়া-চীন বাণিজ্য
হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত: অনুসন্ধান চলছে রাষ্ট্রীয় গণমাধ্যম
রাফা থেকে ৮ লাখ ফিলিস্তিনি পালিয়েছে: জাতিসংঘ
আলোচনার জন্য সৌদি যুবরাজ ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাত
পাকিস্তানে ট্রাক খাদে পড়ে একই পরিবারের ১৪ জন নিহত
কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থী ‘দেখলেই মারধর’, আতঙ্কে বাংলাদেশিরা
টেক্সাসে ঝড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ