নির্বাচন করবেন হিরো আলম

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচন করবেন হিরো আলম
রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩



নির্বাচন করবেন হিরো আলম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিলে প্রার্থিতা ফিরে পেয়েও প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাবেন বলে জানিয়েছিলেন বগুড়া-৪ আসনের প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। নির্বাচন করবেন বলে জানান হিরো আলম।

রোরবার (১৭ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

হিরো আলম বলেন, ‘চাপের কারণে নির্বাচনের মাঠে থাকছি এমনটা নয়। হিরো আলমের কোনো উপদেষ্টা নেই, কারো কথা শুনেও হিরো আলম নির্বাচন করেনি। অতীতেও হিরো আলম নির্বাচনী মাঠে একা ছিল এখনও একা। কারো কানকথায় প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা করিনি। আমার মনে হয়েছে এই নির্বাচন করে কোনো লাভ হবে না। এটা পাতানো নির্বাচন। এই নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে না।’

ভোটের মাঠ আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর দখলে আখ্যা দিয়ে তিনি বলেন, সরকার ৩০০ আসনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী দিয়েছে। সবই তো আওয়ামী লীগের, আমজনতার আসন কোথায়?’

হিরো আলম বলেন, আওয়ামী লীগ দলীয় প্রার্থী থাকার পরও তাদের দলের স্বতন্ত্র প্রার্থীর কোনো দরকার ছিল না। আমি একটা উদাহরণ টেনে বলি, ব্যারিস্টার সুমনের যে আসন, সেখানে কিন্তু তিনি পার হবেন। সেখানে আওয়ামী লীগের প্রার্থী হেরে যাবে। কারণ, নির্বাচনে দেখাবে সেখানে ফেয়ার নির্বাচন হয়েছে। ফল আমি আগেই বলে দিলাম।’

তিনি বলেন, ‘কথা উঠছে হিরো আলম নাকি লাখ লাখ টাকা নিয়ে নির্বাচনের মাঠ থেকে সরে যাচ্ছে। আমার এলাকার মানুষজন জানতে চাচ্ছে আমি টাকা নিয়ে কেন নির্বাচন থেকে সরে যাচ্ছি। এই কথার কারণে আমি আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনের মাঠে থাকছি। আমি নির্বাচন করব। আমি জিতব না এটাও আমি জানি। কারণ, গতবারও আমি জিতেছিলাম। তারা আমাকে আসন বুঝিয়ে দেয়নি। এবারও দেবে না। কারণ, হিরো আলমকে তারা মেনে নিতে পারে না৷’

এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্টে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন হিরো আলম। প্রত্যাহারের কারণ জানাতেই সংবাদ সম্মেলন ডাকেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪:৫৯:০৫   ৪০ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জাতির পিতার সমাধিতে জাফর ওয়াজেদের শ্রদ্ধা
পার্লামেন্টের নারী স্পীকারদের সামিট বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যুতে অভিজ্ঞতা বিনিময়ের এক অনবদ্য প্লাটফর্ম- স্পীকার
বাকশাল সদস্য হয়েছিলেন জিয়াউর রহমান: কাদের
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
টানা বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
অর্থের বিনিময়ে জঙ্গিদের অস্ত্র গুলি সরবরাহ করেন রহিম
আগামী ২৪ মে শুরু নিউ ইয়র্ক বাংলা বইমেলা, থাকছে ১০ হাজার নতুন বই
সরকারি-বেসরকারি প্রচেষ্টায় আত্মহত্যা নিরসন করা সম্ভব: প্রতিমন্ত্রী সিমিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ