নির্বাচনের পরই আখাউড়া ইমিগ্রেশন ভবনের নির্মাণ কাজ শুরু হবে: বিজিবি

প্রথম পাতা » চট্টগ্রাম » নির্বাচনের পরই আখাউড়া ইমিগ্রেশন ভবনের নির্মাণ কাজ শুরু হবে: বিজিবি
বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩



নির্বাচনের পরই আখাউড়া ইমিগ্রেশন ভবনের নির্মাণ কাজ শুরু হবে: বিজিবি

সীমান্ত আইন জটিলতায় প্রায় তিন বছর ধরে বন্ধ থাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ভবনের নির্মাণ কাজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই শুরু হবে বলে জানিয়েছেন বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল মো. শরীফুল ইসলাম মেরাজ।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে বিজিবি ও বিএসএফের যৌথ রিট্রিট সিরিমনিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।

বিজিবি দিবস উপলক্ষে বিজিবির ৬০ ব্যাটালিয়ন এ সিরিমনির আয়োজন করে। সিরিমনিতে দুই বাহিনী যৌথ প্যারেডের মাধ্যমে জাতীয় পতাকা নামানো হয়। পরে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে ফুল ও শুভেচ্ছা উপহার দেয়া হয়। এ সময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়।

সেক্টর কমান্ডার শরীফুল ইসলাম মেরাজ বলেন, ইমিগ্রেশন ভবনের কাজ শুরুর বিষয়ে মন্ত্রণালয় পর্যায়ে আলোচনা চলছে। অচিরেই এ বিষয়ে আমরা সিদ্ধান্ত পেয়ে যাব। নির্বাচনের পরপরই হয়তো এটার কাজ শুরু হয়ে যাবে।

তিনি আরও বলেন, বিজিবি এবং বিএসএফের সুসম্পর্ক আছে বলেই ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে সীমান্তে হত্যা শূন্যের কোটায়। ভবিষ্যতে এই সম্পর্ক আরও উন্নয়ন হবে। সীমান্তে সমস্যাগুলো নিয়ে আমরা দুই বাহিনী প্রতিনিয়ত বসে আলোচনার মাধ্যমে সমাধান করি।

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন এবং বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশিক হাসান উল্লাহ এবং বিএসএফের ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট কে. সিং. নেগীসহ দুই বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:৫১:৩৫   ১৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


হালদা পাড়ে তামাক চাষ বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার
“জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মাইলফলক”- পার্বত্য উপদেষ্টা
হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ ডাকাত আটক
চট্টগ্রামে বিএসটিআই’র নবনির্মিত কার্যালয় উদ্বোধন করেন শহীদ শান্ত’র মা
কর্ণফুলী পেপার মিলের কাগজ উৎপাদন বাড়াতে কাজ করছে সরকার: শিল্প উপদেষ্টা
পতেঙ্গায় বিপুল ইউরিয়া সার-আলুসহ আটক ১৩
রাঙ্গামাটিতে বিজিবি’র উদ্যোগে মাদক বিরোধী কর্মশালা
ফ্যাসিবাদের জায়গা আর বাংলাদেশে হবে না : এ্যানি
টেকনাফে বিদেশি পিস্তল-ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
কুমিল্লায় কৃষকদের মাঝে বীজ, চারা ও সার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ