দেশের যেসব হলে দেখা যাবে শাহরুখের ‘ডাঙ্কি’

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশের যেসব হলে দেখা যাবে শাহরুখের ‘ডাঙ্কি’
শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩



দেশের যেসব হলে দেখা যাবে শাহরুখের ‘ডাঙ্কি’

দেশের সিনেমা হলে প্রদর্শনের জন্য বলিউড বাদশা শাহরুখ খানের ‘ডাঙ্কি’ সিনেমাটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে সেন্সর পেয়েছে সিনেমাটি।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশে সিনেমাটির পরিবেশক অনন্য মামুন। তিনি জানান, দেশের ৪৯টি প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি।

এ প্রসঙ্গে বাংলাদেশের পরিবেশক নির্মাতা অনন্য মামুন বলেন, ‘ডাঙ্কি’ সিনেমাটি সেন্সর পেয়েছে। এছাড়া রাত নয়টায় সেন্সর পাওয়ার পর, সাড়ে নয়টার দিকে জয় সিনেমাস এবং সিলভার স্ক্রিনে ‘ডাঙ্কি’ সিনেমার প্রদর্শন শুরু হয়েছে।

যেসব প্রেক্ষাগৃহে দেখা যাবে তা হলো: স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখা, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, শ্যামলী সিনেমা হল, মনিহার, বিজিবি অডিটোরিয়াম, মধুমিতা, সিলভার স্ক্রিন, লিবার্টি সিনেমা, রাজ তিলক, সিনেস্কোপ, গ্র্যান্ড মুভি থিয়েটার-সিলেট, রুটস সিনেক্লাব, নিউ গুলশান ,জয় সিনেমাস, মধুবন, চিত্রামহল, ম্যাজিক মুভি থিয়েটার, সুগন্ধ সিনেমা হল,শঙ্খ সিনেমা হল, নিউ মেট্রো সিনেমা, ছায়াবাণী, মম ইন সিনেমা হল, সেনা অডিটরিয়াম,রূপকথা সিনেমা হল, শাপলা সিনেমা, উল্কা, চাঁদমহল, রাজ সিনেমা, মর্ডান সিনেমা, তামান্না সিনেমা, স্বপ্নিল সিনেপ্লেক্স, নবিন সিনেমা, ঝুমুর সিনেমা, পান্না সিনেমা, অভিরুচি, বনলতা, চন্দ্রিমা, নন্দিতা সিনেমা, সাবা সোহানা সিনেপ্লেক্স।

জানা গেছে, গত ছয় বছরের মধ্যে শাহরুখের সবচেয়ে কম বাজেটের সিনেমা হচ্ছে ‘ডাঙ্কি’। সিনেমাটির জন্য নির্মাতা রাজকুমার হিরানির শুটিংয়ে খরচ হয়েছে মাত্র ৮৫ কোটি রুপি। আর সিনেমার প্রিন্টিং ও পাবলিসিটির খরচ মিলিয়ে বাজেট হবে আনুমানিক ১২০ কোটি। তবে এই বাজেটে ধরা হয়নি শাহরুখ খান, ভিকি কৌশল, তাপসী পান্নু এবং রাজকুমার হিরানির পারিশ্রমিক। সিনেমার লাভের অংশ থেকে অর্থ পাবেন শাহরুখ, প্রযোজক ও নির্মাতা।

বাংলাদেশে ‘ডাঙ্কি’ সিনেমাটি আমদানি করেছে প্রযোজনা প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মস ও অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। এর আগে ছবি আমদানিকারক প্রতিষ্ঠান ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট’ শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমাটি বাংলাদেশে আমদানি করেছিল।

মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বা উদ্বাস্তুদের নিয়ে ‘ডাঙ্কি’ সিনেমার গল্প। কারণ, তাদেরই ‘ডাঙ্কি’ বলা হয়। গল্প এগোবে শাহরুখের চরিত্রকে কেন্দ্র করে। জীবনের সংগ্রাম নিয়েই দেখা যাবে ছবির মূল কাহিনি।

এ সিনেমার মাধ্যমে বলিউড নির্মাতা রাজকুমার হিরানির পরিচালনায় প্রথমবার অভিনয় করেছেন শাহরুখ খান। তার বিপরীতে অভিনয় করেছেন তাপসী পান্নু। সেই সঙ্গে এ সিনেমায় অভিনয় করেছেন ভিকি কৌশল, বোমন ইরানি, বিক্রম কোছার, অনিল গ্রোভার প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে শাহরুখ-গৌরীর রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।

বাংলাদেশ সময়: ১১:৪৫:১৯   ১৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
চাঁদাবাজদের সংসদে যাওয়ার রাস্তা বন্ধ করতে হবে : হাসনাত আব্দুল্লাহ
যশোরে বিএনপি নেতা আলমগীর হত্যার ‘শ্যুটার’ আটক
বর্তমানে বাংলাদেশে কোনো রাজাকার নেই : আখতারুজ্জামান
আপনাদের গোলাম হিসেবে কাজ করতে চাই: আবুল কালাম
২৯৫ ওষুধ জাতীয় অত্যাবশ্যক তালিকাভুক্ত, মূল্য নিয়ন্ত্রণ নীতিমালা অনুমোদন
ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশসহ চার অধ্যাদেশ অনুমোদন
নির্বাচন পর্যবেক্ষণে ২০০ সদস্যের প্রতিনিধিদল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন
সরকারের ফ্যাসিস্ট হয়ে ওঠার পথ বন্ধ করতেই গণভোট : আলী রীয়াজ
সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করছে রাঙামাটিতে -অতিরিক্ত পুলিশ সুপার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ