মানুষ যখন নির্বাচনমুখী বিএনপি তখন বাধা হয়ে দাঁড়িয়েছে : নানক

প্রথম পাতা » ছবি গ্যালারী » মানুষ যখন নির্বাচনমুখী বিএনপি তখন বাধা হয়ে দাঁড়িয়েছে : নানক
শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩



মানুষ যখন নির্বাচনমুখী বিএনপি তখন বাধা হয়ে দাঁড়িয়েছে : নানক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-১৩ আসনে নৌকার প্রার্থী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ৭ জানুয়ারির নির্বাচন ঘিরে আমার নির্বাচনী এলাকাসহ সারাদেশে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। বিএনপি-জামায়াত নির্বাচনে বাধা হয়ে দাঁড়িয়ে দেশের গণতন্ত্রকে হত্যা করতে চায়। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে বিপণ্ণ করতে চায়। কিন্তু তারা নির্বাচন বন্ধ করতে পারবে না।

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে সংসদীয় আসনের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপি তাদের রাজনৈতিক অস্তিত্ব হারিয়ে ফেলে স্বাধীনতা উত্তর বাংলাদেশের পূর্ব বাংলা সর্বহারা পার্টি যেভাবে গুপ্ত হত্যায় মজে গিয়েছিল, সে পথেই রয়েছে। উৎসবের নির্বাচনে বিএনপি বাধা সৃষ্টি করছে।

এসময় তিনি সবাইকে অনুরোধ জানিয়ে বলেন, অত্যন্ত শান্তিপূর্ণ-সৌহার্দ্যপূর্ণভাবে নির্বাচন করতে হবে। যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে, একইভাবে সাংগঠনিকভাবেও ব্যবস্থা নেয়া হবে।

এসময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফোরকান হোসেন, ঢাকা মহানগর উত্তর যুবলীগের দপ্তর সম্পাদক কামরুজ্জামান কামরুলসহ শেরে বাংলা নগর থানার বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা গণসংযোগে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬:০০:১১   ১৪৮ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার
ফতুল্লায় শ্রমিক দল নেতার মেলার নামে জুয়া, ভেঙে দিল প্রশাসন
সিদ্ধিরগঞ্জে ইসলামী আন্দোলনের সম্মাননা ও মতবিনিময় সভা
গুজব ও অপতথ্য মোকাবেলায় তথ্য কর্মকর্তাদের দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: তথ্য উপদেষ্টা
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে: তৌহিদ
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় স্থানীয়দের মতামতকে গুরুত্ব দিতে হবে: পরিবেশ উপদেষ্টা
ফতুল্লার মাসদাইরে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা
দুর্যোগ ও দুর্বিপাকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক: মহাপরিচালক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ