নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন : বেগম রাশেদা সুলতানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন : বেগম রাশেদা সুলতানা
রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩



নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন : বেগম রাশেদা সুলতানা

নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যে কোন মুল্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে প্রশাসন, সকল প্রার্থী, সমর্থক, বিভিন্ন রাজনৈতিক দলসমূহের সমন্বিত সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে নির্বাচনের প্রার্থী ও সমর্থকদের আচরণবিধি মেনে চলা হবে সবচেয়ে বড় সহযোগিতা।’
নির্বাচন কমিশনার আজ রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসারসহ নির্বাচনের সাথে সম্পৃক্ত কর্মকর্তা, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. গোলাম মওলার সভাপতিত্বে আয়োজিত এসব মতবিনিময়সভায় রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, রাজশাহীর ডিআইজি মো. আনিসুর রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন ও নওগাঁ’র পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনার বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত এবং দেশে বিদেশে নির্বাচনকে গ্রহণযোগ্য করতে হলে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমুলক নির্বাচন সম্পন্ন করতে হবে। নির্বাচন কমিশন সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কমিশন প্রত্যাশা করছে আগামী ৭ জানুয়ারীর নির্বাচন উৎসবমুখর এবং অংশগ্রহণমুলক হবে।
তিনি বলেন, দেশে ৫ নছর পর পর ভোট আসে। নির্বাচনে ভোট প্রদানের মধ্যে দিয়েই সাধারণ মানুষের মুল্যায়নের প্রতিফলন ঘটে। কাজেই অমরা মনে করি আসন্ন নির্বাচনে সর্বস্তরের মানুষ ভোট প্রদান করতে ভোটকেন্দ্রে যাবেন।
রাশেদা সুলতানা বলেন, একটি ভালো নির্বাচন, স্বচ্ছ নির্বাচন উপহার দেয়ার ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে। সাংবাদিকদের এ ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে আইন সংশোধন করা হয়েছে। সাংবাদিকদের ক্যামেরাসহ বিভিন্ন ইকুইপমেন্ট ভাঙচুর কিংবা কেড়ে নিলে তাদের শাস্তির আওতায় আনা হবে। এমন কি ভোটারদের যদি ভোট কেন্দ্রে যেতে বাধা প্রদান করা হয়, যারা ভোটারদের বাধা প্রদান করবে তাদেরও শাস্তির আওতায় আনা হবে।
নির্বাচন কমিশনার আসন্ন নির্বাচনে ভোটারদের নির্দ্বিধায়, নির্বিঘেœ, নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ায় আহবান জানান।

বাংলাদেশ সময়: ১৯:১৪:৩৮   ১৯৩ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দুবলার চরে ‌‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষে নিরাপত্তা জোরদার
সিদ্ধিরগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : জাহিদ
সবাই ঐক্যবদ্ধ থেকে দলকে জয়ী করতে হবে : মির্জা আব্বাস
তারেক রহমান তৃণমূল নেতাকর্মীদের স্বপ্নকে মূল্যায়ন করেছেন: মান্নান
প্রশ্ন ফাঁসের মতো একটি বিপর্যয় ও অটো পাস দেখেছি: এসপি
জাপানে দক্ষ কর্মী পাঠাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার বাংলাদেশের
সরকার সব ধর্ম ও সম্প্রদায়ের প্রতি সমান শ্রদ্ধাশীল: উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
সরিষাবাড়ী হাসপাতালে অগ্নিকাণ্ড, অব্যবস্থাপনার জেরে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন
বিএনপির এমপি প্রার্থী মাসুদের পক্ষে কাজী রোমেলের লিফলেট বিতরন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ