নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন : বেগম রাশেদা সুলতানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন : বেগম রাশেদা সুলতানা
রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩



নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন : বেগম রাশেদা সুলতানা

নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যে কোন মুল্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে প্রশাসন, সকল প্রার্থী, সমর্থক, বিভিন্ন রাজনৈতিক দলসমূহের সমন্বিত সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে নির্বাচনের প্রার্থী ও সমর্থকদের আচরণবিধি মেনে চলা হবে সবচেয়ে বড় সহযোগিতা।’
নির্বাচন কমিশনার আজ রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসারসহ নির্বাচনের সাথে সম্পৃক্ত কর্মকর্তা, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. গোলাম মওলার সভাপতিত্বে আয়োজিত এসব মতবিনিময়সভায় রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, রাজশাহীর ডিআইজি মো. আনিসুর রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন ও নওগাঁ’র পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনার বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত এবং দেশে বিদেশে নির্বাচনকে গ্রহণযোগ্য করতে হলে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমুলক নির্বাচন সম্পন্ন করতে হবে। নির্বাচন কমিশন সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কমিশন প্রত্যাশা করছে আগামী ৭ জানুয়ারীর নির্বাচন উৎসবমুখর এবং অংশগ্রহণমুলক হবে।
তিনি বলেন, দেশে ৫ নছর পর পর ভোট আসে। নির্বাচনে ভোট প্রদানের মধ্যে দিয়েই সাধারণ মানুষের মুল্যায়নের প্রতিফলন ঘটে। কাজেই অমরা মনে করি আসন্ন নির্বাচনে সর্বস্তরের মানুষ ভোট প্রদান করতে ভোটকেন্দ্রে যাবেন।
রাশেদা সুলতানা বলেন, একটি ভালো নির্বাচন, স্বচ্ছ নির্বাচন উপহার দেয়ার ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে। সাংবাদিকদের এ ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে আইন সংশোধন করা হয়েছে। সাংবাদিকদের ক্যামেরাসহ বিভিন্ন ইকুইপমেন্ট ভাঙচুর কিংবা কেড়ে নিলে তাদের শাস্তির আওতায় আনা হবে। এমন কি ভোটারদের যদি ভোট কেন্দ্রে যেতে বাধা প্রদান করা হয়, যারা ভোটারদের বাধা প্রদান করবে তাদেরও শাস্তির আওতায় আনা হবে।
নির্বাচন কমিশনার আসন্ন নির্বাচনে ভোটারদের নির্দ্বিধায়, নির্বিঘেœ, নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ায় আহবান জানান।

বাংলাদেশ সময়: ১৯:১৪:৩৮   ৫৮ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিদ্ধিরগঞ্জে দুই অপহরণকারী গ্রেপ্তার, অপহৃত উদ্ধার
অনলাইন জুয়া-হুন্ডির মাধ্যমে মুদ্রা পাচার বাড়ছে : অর্থমন্ত্রী
ডলারের বিনিময় হার নির্ধারণে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত সঠিক : সালমান এফ রহমান
সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে রাষ্ট্রপতির আহ্বান
ভবিষ্যতে শতভাগ কানেক্টিভিটি তার ভূগর্ভে স্থাপন করা হবে : তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী
চকচকে চাল খাওয়া বন্ধ করলে চালের দাম কমবে : খাদ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর নিকট ‘বিএফডিসি রেডি টু কুক ফিশ’ ও মিল্কিং মেশিন হস্তান্তর
রাষ্ট্রপতির কাছে প্রতিযোগিতা কমিশনের বার্ষিক প্রতিবেদন পেশ
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে রাষ্ট্রপতির আহ্বান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ