গাজীপুর-২ সংসদীয় এলাকার নৌকার প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি বলেছেন, নৌকা হচ্ছে উন্নয়ন ও গণতন্ত্রের প্রতীক। তাই নৌকার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তারা স্বাধীনতা বিরোধী অপশক্তির দোসর।
আজ রোববার গাজীপুরের জয়দেবপুরসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগকালে কয়েকটি মতবিনিময় ও পথ সভায় বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।
রাসেল গাজীপুর-২ সংসদীয় এলাকায় তার ১৫ বছরের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরার উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২:৫৭:৪৩ ১২১ বার পঠিত #নির্বাচন ২০২৪