সিলেটের বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিলেটের বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু
শনিবার, ৬ জানুয়ারী ২০২৪



সিলেটের বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু

দরজায় কড়া নাড়ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটগ্রহণের বাকী আর মাত্র একদিন। সিলেটেও ইতোমধ্যে এই নির্বাচনের সরঞ্জাম পাঠাতে শুরু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

শনিবার (৬ জানুয়ারি) বেলা ১২টায় সিলেট জেলা পরিষদ থেকে ১ হাজার ১৩টি ভোটকেন্দ্রের সরঞ্জামগুলো পাঠানো শুরু হয়।

সিলেটে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ব্যালট বক্সসহ অন্যান্য সরঞ্জামগুলো কেন্দ্রে নিয়ে যাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্য ও নির্বাচনের কাজে নিয়োগপ্রাপ্ত দায়িত্বশীলরা। শুধুমাত্র ভোটের দিন ভোররাতে ব্যালট পেপার ভোটকেন্দ্রে পাঠানো হবে। এদিন ভোর ৩টায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে ব্যালট হস্তান্তর করবেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ বছর সিলেটের ৬ সংসদীয় আসনে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। নির্বাচনে ২৭ লাখ ১৫ হাজার ৩৩১ জন ভোটার ভোট প্রদানের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করবেন। এই নির্বাচনে ২৮ প্লাটুন বিজিবিও ২৮ প্লাটুন সেনাবাহিনী ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকহাজার সদস্য মোতায়েন রয়েছেন। এক হাজার ১৩টি ভোটকেন্দ্র ও ৬ হাজার ৬টি ভোটকক্ষ রয়েছে। এরমধ্যে ৭৫টি দুর্গম কেন্দ্র রয়েছে। ৪৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ১৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনে দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ সময়: ১৫:২৬:৩৯   ২৯৪ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে মুরগির খামারে তাণ্ডব, হত্যার হুমকিতে পরিবার
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী আকি আবে
নির্বাচন নিয়ে নিরপেক্ষ পর্যবেক্ষণ তুলে ধরবে ইইউ
আপিল শুনানির দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫৭ জন
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি কিশোরী আহত
প্রার্থীদের হলফনামার তথ্য যাচাই করা কঠিন : দুদক চেয়ারম্যান
সরকার কোনো দলকে এক্সট্রা সুবিধা দিচ্ছে না: প্রেস সচিব
চার বছর পর সিনেমায় ফিরছে রাজ-মিম জুটি
আল্লাহর ওপর ভরসা ছিল, ষড়যন্ত্র টেকেনি : প্রার্থিতা ফিরে পেয়ে মান্না
আমদানি নীতির আদেশে বড় পরিবর্তন আনা হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ