ফাইনাল দিয়ে শুরু হচ্ছে এল ক্লাসিকো দ্বৈরথ

প্রথম পাতা » খেলাধুলা » ফাইনাল দিয়ে শুরু হচ্ছে এল ক্লাসিকো দ্বৈরথ
রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪



ফাইনাল দিয়ে শুরু হচ্ছে এল ক্লাসিকো দ্বৈরথ

লিগ কিংবা অন্য কোনো সাধারণ ম্যাচ নয়, ফাইনাল দিয়েই শুরু হচ্ছে ২০২৪ সালের এল ক্লাসিকো দ্বৈরথ। রোববার (১৪ জানুয়ারি) স্প্যানিশ সুপারকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত একটায়, ভেন্যু সৌদি আরবের রিয়াদ।

বছরের প্রথম এল ক্লাসিকোয় প্রথম শিরোপার হাতছানি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সামনে। হাইভোল্টেজ ম্যাচের আগে প্রতিপক্ষকে এগিয়ে রাখছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। অন্যদিকে, চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে শিরোপা জিততে আত্মবিশ্বাসী অল হোয়াইট বস কার্লো আনচেলত্তি।

প্রায় ১২০ বছরের ইতিহাস এল ক্লাসিকোর। সময়ের ব্যবধানে জৌলুশ হারানোর পরিবর্তে এর আবেদন বেড়েছে বহুগুণে। সেটি যদি ফাইনাল হয়, তাহলে তো কথাই নেই। সমর্থকদের মধ্যে উত্তেজনা বেড়ে যায় হাজারগুণ। এমনই এক গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

রিয়ালের সামনে সুযোগ প্রতিশোধের। গত বছর রিয়াদে বার্সার কাছেই সুপারকাপ ফাইনালে হেরেছিল লস ব্ল্যাঙ্কোসরা। লিগের বর্তমান টেবিলটপার এবং সেমিতে অ্যাতলেটিকো মাদ্রিদকে রীতিমতো উড়িয়ে দেওয়া রিয়াল শিরোপা জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী।

সেমিতে রিয়ালের মতো বড় জয় না পেলেও শিরোপার দাবিদার হিসেবে বার্সেলোনাকে খুব বেশি পিছিয়ে রাখার সুযোগ নেই। শেষ চারে লেওয়ান্ডস্কি আর ইয়ামালের গোলে ওসাসুনাকে হারায় জাভি হার্নান্দেজের দল। টুর্নামেন্টের সফলতম দলের রেকর্ডটাও কাতালানদের দখলে।

ফাইনালে বার্সার শুরুর একাদশে ফিরতে পারেন পেদ্রি। ইনজুরি কাটিয়ে তিনি সেমি শুরু করেছিলেন বেঞ্চে থেকে। তবে দলটার দুশ্চিন্তার কারণ টের স্টেগেনের ইনজুরি। গোলপোস্টের নিচে তাই দায়িত্বভার থাকবে পেনার ওপর। এছাড়া সেমিতে রাফিনিয়ার চোট, আগে থেকেই নেই গাভি, ক্যান্সেলোরা।

বাংলাদেশ সময়: ১১:৩১:২৪   ১৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


হন্ডুরাসের জালে ব্রাজিলের ৭ গোল
বেলজিয়ামকে হারিয়ে শুভসূচনা আর্জেন্টিনার
ইতিহাস গড়লেন, বিশ্বসেরা একাদশে ইয়ামাল
দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে প্রথমবারের মত বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
ম্যানসিটির জয়ের নায়ক হল্যান্ড গার্দিওলার কাছে মেসি-রোনালদোর লেভেলের
ভিনিসিউসের পেনাল্টি মিস, তবুও সহজ জয় রিয়ালের
লেভারকুসেনকে উড়িয়ে দিল বায়ার্ন
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে যেমন হবে একাদশ
অ্যানফিল্ডে লিভারপুলকে নিয়ে ছেলে খেলা করল ক্রিস্টাল প্যালেস
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল নিউজিল্যান্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ