মহেশপুর সীমান্তে ৪০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

প্রথম পাতা » খুলনা » মহেশপুর সীমান্তে ৪০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪



মহেশপুর সীমান্তে ৪০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৪০টি স্বর্ণের বারসহ রিমন হোসেন (২০) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। বুধবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার মাটিলা সীমান্ত থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

আটককৃত রিমন হোসেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা বাগানপাড়া গ্রামের হযরত আলীর ছেলে।
৫৮ বিজিবির অধিনায়ক মাসুদ পারভেজ রানা ঢাকা পোস্টকে বলেন, চোরাকারবারিরা মাটিলা এলাকা দিয়ে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে যাচ্ছে- এমন খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে সীমান্ত পিলার ৫২/১৮-আর থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শহিদুল মন্ডলের বাঁশবাগানের মধ্যে দুটি পৃথক স্থানে বসে থাকে বিজিবির সদস্যরা। এরপর তারা দেখতে পান দুইজন চোরাকারবারি হেঁটে সীমান্তের দিকে যাচ্ছে । বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা সঙ্গে থাকা একটি সাদা কাপড়ের বেল্ট সাদৃশ্য বস্তু ভুট্টা ক্ষেতের মধ্যে ফেলে দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা তাদের পিছু ধাওয়া করেন। চোরাকারবারিদের মধ্যে একজন ঘন কুয়াশার সুযোগ নিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায় এবং অপর চোরাকারবারি রিমনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, চোরাকারবারিদের ফেলে দেওয়া সাদা কাপড়ের ভেতরে খাকি রংয়ের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৪ কেজি ৬৬৫.৫৪ গ্রাম (৪০টি স্বর্ণের বার) জব্দ করে। আটককৃত স্বর্ণের বারের মূল্য ৪ কোটি ৫ লাখ ৯৯ হাজার ৪৭১ টাকা। পরবর্তীতে আটককৃত রিমনের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা করা হয়েছে। স্বর্ণের বারগুলো ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:২৯:৩২   ২০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ
এএসসি ৪৪তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে যে বার্তা দিলেন সেনাপ্রধান
জলবায়ু-উদ্বাস্তুদের জাতীয় সামাজিক সুরক্ষা কাঠামোয় অন্তর্ভুক্তির আহ্বান
সুন্দরবনসংলগ্ন অঞ্চলের বিদ্যালয় পরিদর্শন করলেন গণশিক্ষা উপদেষ্টা
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক
শিক্ষকদের আন্দোলনে পড়াশোনার ক্ষতি হলে কঠোর ব্যবস্থা: গণশিক্ষা উপদেষ্টা
দুবলার চরে ‌‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষে নিরাপত্তা জোরদার
ঝিনাইদহে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
হিন্দুদের ভয় দেখিয়ে লাভ নেই, তারাও দাঁড়িপাল্লার পক্ষে এক হয়েছে: গোলাম পরওয়ার
হাসিনা পালালেও তাদের নেতাকর্মীদের প্রশাসন পাহারা দিচ্ছে: অ্যাটর্নি জেনারেল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ