গ্র্যামির মঞ্চে ভারতের দাপট, পুরস্কার জিতলেন শঙ্কর-জাকির হুসেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » গ্র্যামির মঞ্চে ভারতের দাপট, পুরস্কার জিতলেন শঙ্কর-জাকির হুসেন
সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪



গ্র্যামির মঞ্চে ভারতের দাপট, পুরস্কার জিতলেন শঙ্কর-জাকির হুসেন

অনুষ্ঠিত হয়ে গেল বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ সঙ্গীত পুরস্কার ‘গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৪’। ‘৬৬তম বার্ষিক গ্র্যামি অ্যাওয়ার্ড’-এর মূল অনুষ্ঠানটি ৪ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম এরেনায় অনুষ্ঠিত হয়েছে। বছরজুড়ে সেরা গান, সুর, অ্যালবাম ও সেরা সঙ্গীত তারকাদের সম্মানিত করা হল আয়োজনটির মধ্য দিয়ে।

এ বছর শ্রেষ্ঠ অ্যালবামের পুরস্কার ঘরে তুলেছেন টেলর সুইফট।
বছরের সবচেয়ে জনপ্রিয় অ্যালবাম ‘মিডনাইটস’-এর জন্য সেরা অ্যালবামের পুরস্কার জয় করেন এই গায়িকা। রেকর্ড অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন মাইল সাইরাস তাঁর ‘ফ্লাওয়ার’ অ্যালবামের জন্য। সেরা একক পারফরম্যান্সের পুরস্কারও (ফ্লাওয়ার) ঘরে তুলেছেন গায়িকা। এ বছর গ্র্যামিতে ফের চমক দেখিয়েছে ভারতীয় শিল্পীরা।
ভারতীয় সংগীতশিল্পী শঙ্কর মহাদেবন ও জাকির হুসেনের ফিউশন ব্যান্ড ‘শক্তি’ সোমবার ‘সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম’ বিভাগে গ্র্যামি পুরস্কার জিতেছে। তাদের সর্বশেষ অ্যালবাম ‘দিস মোমেন্ট’-এর জন্য এই পুরস্কার দেওয়া হয়।

গ্র্যামি’র অফিসিয়াল এক্স (পূর্বে টুইটার নামে পরিচিত) অ্যাকাউন্টে শেয়ার করা একটি ছবিতে, মহাদেবন এবং ব্যান্ডের আরেক সদস্য গণেশ রাজাগোপালনকে মঞ্চে উঠে পুরষ্কার গ্রহণ করতে দেখা যায়।

এদিকে গ্র্যামি জয়ে আবেগে ভাসলেন মহাদেবন।
মঞ্চে বললেন, ‘ধন্যবাদ ছেলেরা। ঈশ্বর, পরিবার, বন্ধুবান্ধব এবং ভারতকে ধন্যবাদ। ভারত, আমরা তোমার জন্য গর্বিত। সবশেষে, আমি এই পুরষ্কারটি আমার স্ত্রীকে উত্সর্গ করতে চাই যাকে আমার সংগীতের প্রতিটি নোট উত্সর্গ করা হয়েছে।’

গত বছরের ৩০ জুন প্রকাশিত হয় ‘দিস মোমেন্ট’ অ্যালবামটি।
এতে জন ম্যাকলাফলিন (গিটার সিন্থ), জাকির হুসেন (তবলা), শঙ্কর মহাদেবন (কণ্ঠশিল্পী), ভি সেলভাগণেশ (পার্কিউশনিস্ট) এবং গণেশ রাজাগোপালন (বেহালাবাদক) হিসেবে কাজ করেছেন। মোট আটটি গান রয়েছে অ্যালবামটিতে। সুসানা বাকা, বোকান্তে, বার্না বয় এবং ডেভিডোর মতো শিল্পীদের সঙ্গে গ্র্যামির জন্য মনোনয়ন পেয়েছিলেন তাঁরা।

জাকির হুসেন ‘পশতু’ চলচ্চিত্রে তাঁর অবদানের জন্য ‘বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স’ গ্র্যামিও জিতেছেন বেলা ফ্লেক এবং এডগার মেয়ারের সঙ্গে। রাকেশ চৌরাসিয়া, বিখ্যাত বংশী বাদকও পেলেন এবারের গ্র্যামি অ্যাওয়ার্ড। জাকির হুসেন এক রাতে তিনটি গ্র্যামি এবং চৌরাসিয়া দুটি পুরস্কার পেয়েছেন।

ট্রেভর নোহ’র সঞ্চালনায় এ বছর গ্র্যামি মঞ্চে পারফরম্যান্স করে দর্শক মাতিয়েছেন এসজেডএ, বিলি জোয়েল, জনি মিচেল, ডুয়া লিপা, লুক কম্বস এবং বার্না বয়ের মতো তারকারা।

বাংলাদেশ সময়: ১৬:১১:১১   ১৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দেবীদ্বারে দুই অবৈধ ইটভাটা ধ্বংস, ৮ লাখ টাকা জরিমানা
ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা
হযরত খাজা মঈনুদ্দিন চিশতী (রহ.)-এর ৭১তম ওরশ শুরু
সোনার দামে ফের রেকর্ড, ভরি ২ লাখ ২৬ হাজার টাকা
ঢাকা চেম্বারের ৬৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ : গ্রেপ্তার ৯
নারায়ণগঞ্জে মেঘনা তেল ডিপোতে চালানবিহীন তেল আটক
১২২ আসনে প্রার্থী ঘোষণা করলো জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ঢাকায় কোটি জনতার মহামিলন ঘটবে : প্রিন্স

News 2 Narayanganj News Archive

আর্কাইভ