লিটনের ব্যাটে রান, তবু বড় সংগ্রহ পেল না কুমিল্লা

প্রথম পাতা » খেলাধুলা » লিটনের ব্যাটে রান, তবু বড় সংগ্রহ পেল না কুমিল্লা
বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪



লিটনের ব্যাটে রান, তবু বড় সংগ্রহ পেল না কুমিল্লা

টানা চার জয়ের পর গত ম্যাচে হারের স্বাদ পেয়েছিল খুলনা টাইগার্স। জয়ের ছন্দ ফিরে পেতে মরিয়া খুলনা শক্তিশালী কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটারদের হাত খুলে খেলার সুযোগই দিল না। অবশেষে লিটন দাসের ব্যাট হাসলেও ব্যর্থতা দিয়েই বিপিএল শেষ করলেন মোহাম্মদ রিজওয়ান। বাকিদের ব্যাটও সেভাবে জ্বলে না ওঠায় বড় সংগ্রহ জমা করতে পারল না কুমিল্লা।

বুধবার (৭ ফেব্রুয়ারি) টস জিতে খুলনা টাইগার্সের বিপক্ষে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রান করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রানে ফেরা লিটন দাস দলের পক্ষে সর্বোচ্চ রান করেন। বিপিএলের এবারের আসরে নিজের শেষ ম্যাচেও মোহাম্মদ রিজওয়ান শম্ভুকগতির ব্যাটিং উপহার দিয়েছেন।

বিপিএলে এখন পর্যন্ত ব্যর্থ লিটন-রিজওয়ান জুটি আজ রানে ফিরলেও বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে ব্যর্থ হয়েছে। উদ্বোধনী জুটিতে তারা ৬৯ রান যোগ করলেও তার জন্য খেলেছে ৫৭ বল। লিটন ব্যাট চালিয়ে খেললেও ওয়ানডে মেজাজে ব্যাট করেছেন রিজওয়ান। ৩০ বলে ২ চার ও ৪ ছয়ে ৪৫ রান করা লিটনকে বোল্ড করে এই জুটি ভাঙেন নাসুম আহমেদ।

লিটনকে বিদায় করা ওভারের শেষ বলে রিজওয়ানকেও ফিরিয়ে দেন নাসুম। এবারের বিপিএলে নিজের শেষ ইনিংসে ২৮ বলে ২ চারে ২১ রান করেছেন এই পাকিস্তানি উইকেটকিপার।

ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটার উইল জ্যাকস আজই বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নামেন। মৌসুমের প্রথম ম্যাচে ২২ রান করে মোহাম্মদ ওয়াসিমের বলে আউট হন তিনি। এই রান করতে অবশ্য খেলেছেন ২৭বল!

কুমিল্লার আরেক বিদেশি রিক্রুট খুশদিল শাহ ৪ রান করেই ফাহিম আশরাফের সরাসরি থ্রোয়ে রানআউট হয়ে যান। হাসেনি তাওহীদ হৃদয়ের ব্যাটও। ১৭ বলে ১৬ রান করে ফাহিমের বলেই আউট হন তিনি। নিয়মিত বিরতিতে উইকেট হারানো কুমিল্লার আরেক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন ১টি করে চার ও ছয়ে ১০ রান করেই ফাহিমের দ্বিতীয় শিকারে পরিণত হন।

কুমিল্লার রান শেষ পর্যন্ত দেড়শর কাছাকাছি পৌছায় মূলত জাকের আলীর কারণে। তার ৮ বলে ১৮ রানের ক্যামিও ইনিংসে ছিল ২টি চার ও ১টি ছয়।

খুলনার পক্ষে ৪ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট শিকার করেন নাসুম। ফাহিম আশরাফও ২ উইকেট শিকার করেন ২৫ রানের বিনিময়ে। এছাড়া মোহাম্মদ ওয়াসিম একটি উইকেট শিকার করেন।

বাংলাদেশ সময়: ১৬:১৫:৫৫   ২৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বিশ্বকাপ ফাইনালের পর ফের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ফ্রান্স!
মাহমুদুলের সেঞ্চুরিতে ছুটছে বাংলাদেশ
কম্পাউন্ড মিক্সড ইভেন্টের ফাইনালে বাংলাদেশ
নারায়ণগঞ্জ ক্লাব টেনিস টুর্নামেন্ট উদ্বোধন
ঘরের মাঠে লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানসিটি
লেভানদোস্কির হ্যাটট্রিকে রিয়ালের সঙ্গে ব্যবধান কমাল বার্সা
ভ্যালেকানোর বিপক্ষে ড্র করে হোঁচট খেল রিয়াল
প্রয়োজনে ফুটবলের সঙ্গে মারামারি করব: বিসিবি পরিচালক আসিফ
৪০তম জাতীয় জুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিজিবি
৮ ম্যাচ পর গোল হজম করলো আর্সেনাল, চেলসির জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ