বিএনপি দেশকে ধ্বংস করতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করেনি : হানিফ

প্রথম পাতা » খুলনা » বিএনপি দেশকে ধ্বংস করতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করেনি : হানিফ
মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪



বিএনপি দেশকে ধ্বংস করতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করেনি : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি দেশকে ধ্বংস করতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করেনি। ২০১৩ সালে যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম বন্ধ করার জন্য বিএনপি ও জামায়াত দেশকে ধ্বংস করার চেষ্টা করেছিল।
তিনি বলেন, ২০১৪ নির্বাচনে অংশগ্রহণ না করে নির্বাচন প্রতিহত করতে নাশকতা করেছে বিএনপি ও জামায়াত। ২০১৫ সালে বেগম খালেদা জিয়া অবৈধ সরকার গঠনের পরে পেট্রোল বোমা দিয়ে গাড়িতে আগুনসহ বহু মানুষকে হত্যা করে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছিল।
হানিফ আজ মঙ্গলবার এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, সাংবাদিক সাগর-রুনী হত্যার বিচারের বিষয়টি আওয়ামী লীগ সরকারের উপর চাপানোর চেষ্টা করেছে বিএনপি। বাংলাদেশে বিচার ব্যবস্থা স্বাধীন, যেকোনো অপরাধের বিচার সরকার করতে বদ্ধপরিকর এবং বিচার ন্যায়সঙ্গত হচ্ছে।
তিনি বলেন, বিএনপি দুর্নীতি করে বাংলাদেশকে পর পর পাঁচ বার বিশ্বে ১ নম্বর দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। তাদের মুখে দুর্নীতির কথা মানায় না। আওয়ামী লীগ সরকার দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করেছে। কঠোরভাবে দুর্নীতি দমন করা হচ্ছে।
এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৮:১০:০৮   ১৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


সোয়া লাখ টাকা ঘুস নেওয়ার সময় হাতেনাতে ধরা শিক্ষা কর্মকর্তা
ঝিনাইদহে ব্রীজের রেলিং ভেঙে নদীতে ট্রাক, নিহত ২
জনগণের কাছে আ. লীগের গ্রহণযোগ্যতা নেই : প্রেসসচিব
আরও রক্ত দিয়ে হলেও পরিবর্তনকে সফল করা হবে: গোলাম পরওয়ার
চুয়াডাঙ্গায় হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন
আমি বিজয়ী হলে তারেক রহমান বিজয়ী হবেন : রাশেদ খান
চুয়াডাঙ্গায় সাইকেল শোরুম থেকে বিদেশি পিস্তলসহ ব্যবসায়ী আটক
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত জরুরি : ভয়েস নেটওয়ার্কের কর্মশালায় বক্তারা
ফকিরহাট ফলতিতা আড়ত পরিদর্শনে মৎস্য উপদেষ্টা
দেশজুড়ে হাড়কাঁপানো ঠান্ডা, তাপমাত্রা কি আরও কমবে?

News 2 Narayanganj News Archive

আর্কাইভ