গাজায় ইসরাইলি হামলায় ৭ জিম্মি নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় ইসরাইলি হামলায় ৭ জিম্মি নিহত
শনিবার, ২ মার্চ ২০২৪



গাজায় ইসরাইলি হামলায় ৭ জিম্মি নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর বোমা হামলায় হামাসের হাতে থাকা জিম্মিদের মধ্যে ৭ জন নিহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন হামাসের সামরিক বিভাগ আল কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা।

তবে গাজা উপত্যকার কোন এলাকায় এই ৭ জিম্মি নিহত হয়েছেন, তা বলেননি তিনি।

টেলিগ্রাম পোস্টে আবু উবায়দা বলেন,

গাজায় গত প্রায় ৫ মাসে ইসরাইলি বাহিনীর বোমায় বেশ কয়েকজন জিম্মি নিহত হয়েছেন। শুক্রবার নিহতের মধ্যে দিয়ে সেই সংখ্যা ৭০ জন ছাড়িয়েছে।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা গাজার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্তে অতর্কিত হামলা চালিয়ে ১ হাজার ২০০ জন মানুষকে হত্যা করে। এছাড়া ২৪০ জন ইসরাইলি ও বিদেশি নাগরিককে ধরে নিয়ে যায়। সেই হামলার পর সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী।

প্রায় ৫ মাস ধরে চলমান সেই অভিযানের শুরু থেকে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৩০ হাজারেরও বেশি মানুষ, আহতের সংখ্যা ছাড়িয়েছে ৭০ হাজার।

এদিকে ত্রাণপ্রত্যাশীদের ওপর ইসরাইলি বাহিনীর বর্বর হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও এবিষয়ে বরাবরের মতো চুপ কথিত মানবাধিকারের ফেরিওয়ালা যুক্তরাষ্ট্র। এমনকি এ বিষয়ে ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘের নিন্দা প্রস্তাবও আটকে দিয়েছে নেতানিয়াহুকে অন্ধের মতো সমর্থন দেয়া দেশটি।

তবে এবার অবরুদ্ধ অঞ্চলটিতে বিমানে ত্রাণ সহায়তা পাঠানোর ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সাহায্যে কবে গাজার মানুষ পাবে সে বিষয়ে স্পষ্ট করে কিছুই জানাননি তিনি। শুক্রবার ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

বাংলাদেশ সময়: ১০:৪০:০০   ৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


গাজার বিভিন্ন অংশে ইসরাইলের হামলা, নিহত ২১
রাফা’র পূর্ব ও গাজার উত্তরাঞ্চলে ইসরাইলের উচ্ছেদ আদেশ বৃদ্ধি
রাফা থেকে আরও ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ ইসরাইলের
আফগানিস্তানে আকস্মিক বন্যায় ২শ’র বেশি লোকের প্রাণহানি : জাতিসংঘ
অন্তর্বর্তী জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল
ডেভিড স্লেটন মিল বাংলাদেশে মার্কিন বিশেষ রাষ্ট্রদূত হিসেবে মনোনীত
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ ইস্যুতে জাতিসংঘে আবারও ভোট
গাজায় ৩০০ ইমাম হত্যা
পাঁচ ভারতীয় নাবিককে মুক্তি দিলো ইরান
সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ