ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
রবিবার, ১০ মার্চ ২০২৪



ইতিহাসের এই দিনে

আজ রোববার, ১০ মার্চ ২০২৪। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৫৮৫ - সম্রাট আকবরের ফরমান জারি: আমির ফতেহউল্লাহ সিরাজী উদ্ভাবিত বাংলা ফসলি সন প্রবর্তিত হয়। এই সনই বর্তমানে প্রচলিত বাংলা সন।

১৬২৪ - ইংল্যান্ড ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৮০১ - প্রথম ব্রিটিশ লোকগণনা শুরু হয়।

১৮৭৬ - আলেকজান্ডার গ্রাহাম বেল তার নব আবিস্কৃত টেলিফোনের মাধ্যমে প্রথম বার্তা প্রেরণ করেন।

১৯০৭ - ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সাপ্তাহিক ‘স্বরাজ’ সম্পাদনা শুরু করেন।

১৯১৯ - মিশর তেকৈ সাঈদ জগলুল পাশাকে বহিষ্কারের ফলে কায়রোতে জাতীয়তাবাদের দাঙ্গা শুরু।

১৯৩৪ - ব্রিটিশ রাজ বাংলার কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করে।

১৯৪২ - জাপানিরা রেঙ্গুন দখল করে নেয়।

১৯৪৫ - যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স জাপানে ফায়ার বোমা নিক্ষেপ করে। এতে লক্ষাধিক মানুষের মৃত্যু হয়, যার বেশির ভাগই বেসামরিক।

১৯৫৬ - বৈমানিক পিটার টুইস প্রথম মানব, যিনি ঘণ্টায় ১ হাজার মাইল বেগে বিমান চালনা করেন।

১৯৬৯ - মার্টিন লুথার কিংয়ের হত্যাকারী জেমস আর্ল রেকে যুক্তরাষ্ট্রের মেফিস আদালত ৯৯ বছরের সাজা দেন।

১৯৭০ - ভিয়েতনামের মাইলাই গ্রামে বর্বরোচিত গণহত্যার দায়ে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ক্যাপটেন আরর্নেস্ট মেডিনা এবং অপর চার সেনাকে অভিযুক্ত করা হয়।

১৯৭১ - ভারতের ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন ভারতের কংগ্রেস পার্টি সাধারণ নির্বাচনে ব্যাপক বিজয় লাভ করে।

১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সোয়াজিল্যান্ড।

১৯৭৪ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সংযুক্ত আরব আমিরাত।

১৯৯৩ - মিশরে মৌলবাদ দমন অভিযান। পুলিশের গুলিতে ২০ মুসলমানের প্রাণহানি।

২০০০ - দক্ষিণ আমেরিকার আন্দাজ পর্বতমালার পূর্বাঞ্চলীয় এলাকার এক মরুভূমিতে পৃথিবীর বৃহত্তম ডাইনোসোরের কঙ্কাল আবিষ্কার।

২০২০ - জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় স্লোগান ঘোষণা করেন হাইকোর্ট।

জন্ম

১৬২৮ - মার্সিলো মালপেগেই, ইতালির চিকিৎসক এবং জীববিজ্ঞানী।

১৭৭২ - ফ্রিড্‌রিশ ফন শ্লেগেল, জার্মান কবি।

১৭৮৪ - ভারতীয় পণ্ডিত ও কলকাতা হিন্দু সমাজের বিশিষ্ট নেতা স্যার রাজা রাধাকান্ত দেববাহাদুর।

১৮১০ - স্যামুয়েল ফার্গুসন, আইরিশ কবি।

১৮৭৩ - ইয়াকপ ওয়াসায়মান, জার্মান ঔপন্যাসিক।

১৮৮৮ - ব্যারি ফিটজগেরাল্ড, আইরিশ অভিনেতা।

১৯১১ - ওয়ার্নার অ্যান্ডারসন, মার্কিন অভিনেতা।

১৯২৩ - ভ্যাল লজ্‌স্‌ডন ফিচ, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিদ ও শিক্ষাবিদ।

১৯৩২ - আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় মহাকাশ বিজ্ঞানী উড়ুপি রামচন্দ্র রাও।

১৯৩৬ - সেপ ব্লাটার, ফিফার ৮ম প্রেসিডেন্ট।

১৯৪২ - সমরেশ মজুমদার, ভারতের বাঙালি লেখক ও ঔপন্যাসিক।

১৯৫০ - মাহফুজ উল্লাহ, বাংলাদেশি লেখক, সাংবাদিক, টেলিভিশন ব্যক্তিত্ব ও পরিবেশবিদ।

১৯৫৬ - রবার্ট লয়েওয়েল্ল্যন, ইংরেজ অভিনেতা ও লেখক।

১৯৬৮ - ফেলিচে এরিনা, অস্ট্রেলিয়ান লেখক।

১৯৭০ - ওমর আব্দুল্লাহ, ভারতীয় রাজনীতিবিদ।

১৯৭৮ - নিল আলেকজান্ডার, স্কটিশ ফুটবলার।

১৯৮৪ - অলিভিয়া ওয়াইল্ড, মার্কিন অভিনেত্রী ও প্রযোজক।

আরও পড়ুন: ৭ মার্চ ২০২৪ / ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা

মৃত্যু

১৮১১ - হেনরি ক্যাভেল ভিলন, বিজ্ঞানী।

১৮৭২ - মাৎসিনি, ইতালীয় জাতীয়তাবাদী নেতা।

১৮৯৭ - ভারতের মহারাষ্ট্রের সমাজ সংস্কারক শিক্ষাব্রতী ও কবি সাবিত্রীবাই ফুলে।

১৯৪০ - মিখাইল বুলগাকভ, রুশ নাট্যকার ও ঔপন্যাসিক।

১৯৬৬ - ফ্রাঙ্ক ও’কনার, আইরিশ ছোট গল্পকার।

১৯৬৬ - ফ্রিৎস জের্নিকে, নোবেল পুরস্কার বিজয়ী ডাচ পদার্থবিদ ও একাডেমিক।

১৯৭২ - বিদগ্ধ সাহিত্যিক ও ইতিহাসবেত্তা হরিহর শেঠ।

১৯৮০ - সুবোধ ঘোষ, বাঙালি কথাসাহিত্যিক।

১৯৮৩ - আতিকুজ্জামান খান, বাংলাদেশি কূটনীতিক, সাংবাদিক এবং ক্রীড়া ভাষ্যকার।

১৯৮৮ - অ্যান্ডি গিব্ব, ইংরেজি থেকে অস্ট্রেলিয়ান গায়ক।

১৯৯৮ - লয়েড ব্রিজেস, মার্কিন অভিনেতা।

২০০৩ - নীলুফার ইয়াসমীন, বিশিষ্ট সঙ্গীতশিল্পী।

২০১২ - ফ্রাঙ্ক শেরউড রোল্যান্ড, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন রসায়নবিদ ও শিক্ষাবিদ।

বাংলাদেশ সময়: ১৭:২৬:৫৩   ১২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফতুল্লায় অবহেলিত ‘পাকিস্তানি খাদে’ ৪০ বছরের দুর্ভোগের অবসানের আশ্বাস ডিসির
বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখ: ইউএনএফপিএ
রাজধানীতে ‘শহীদ আনাস সড়ক’ ও ‘শহীদ জুনায়েদ চত্বর’ উদ্বোধন করলেন স্থানীয় সরকার উপদেষ্টা
আদালতকে ‘ভুল তথ্য’ দিয়ে জামালপুরে সরকারি জমি দখলে নেয়ার অভিযোগ
জামালপুরে যুবদল নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা অপপ্রচার’ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ করলেন জেলা প্রশাসক
ক্লাইমেট চেঞ্জ ট্রাস্টকে শক্তিশালী করতে ১০ বছর মেয়াদি স্ট্রাটেজিক প্ল্যান প্রণয়ন করা হবে
রাজনৈতিক দলগুলোর অনুভূতি ধারণ করে সংশোধন প্রস্তাব আনছে কমিশন : আলী রীয়াজ
ইরাকে মিথেন গ্যাসে আক্রান্ত হয়ে তুরস্কের ১২ সৈন্য নিহত
দুদককে চিঠি দেয়ার বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে: আহমদ তৈয়্যব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ