ভুটানের ‘পাসাখা স্থলবন্দর’ পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভুটানের ‘পাসাখা স্থলবন্দর’ পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী
শুক্রবার, ২২ মার্চ ২০২৪



ভুটানের ‘পাসাখা স্থলবন্দর’ পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ভুটানের পাসাখা স্থলবন্দর পরিদর্শন করেছেন। শুক্রবার (২২ মার্চ) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি স্থলবন্দর হয়ে ভুটানের পাসাখা স্থলবন্দরে যান তিনি।

ভুটানের ফুন্টসিলিং সীমান্তে প্রতিমন্ত্রীকে স্বাগত জানান ফুন্টসিলিংয়ের গভর্নর কারমি জারমি। তারা বাংলাদেশ ও ভুটানের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন।

এ সময় বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান চৌধুরী, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুন্সী মো. মনিরুজ্জামান, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের পরিচালনা বোর্ডের খণ্ডকালীন সদস্য জিয়াউদ্দিন আহমেদ ভূঁইয়া এবং স্থলবন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এম হাসান আলী উপস্থিত ছিলেন।

স্থলপথে আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে এ অঞ্চলের স্থল রুটগুলোতে বিদ্যমান সুবিধা, সম্ভাবনা ও প্রতিবন্ধকতা সরেজমিন পরিদর্শন করার লক্ষ্যে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল পরিদর্শনে যান। প্রতিমন্ত্রী আগামীকাল নেপাল সীমান্ত কাকরভিটায় যাবেন।

উল্লেখ্য, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত হয়ে ভুটান ও নেপালের সঙ্গে স্থলপথে আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালিত হয়। সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্কের) বাইরে বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের মধ্যে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক আঞ্চলিক সহযোগিতা ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে পৃথক বলয় প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত আছে। বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের সমন্বয়ে সার্কের বাইরে পৃথক বলয় গড়ে উঠলে এ দেশগুলোর মধ্যে স্থলপথে আমদানি-রপ্তানি বৃদ্ধি পাবে।

বাংলাদেশ সময়: ২৩:০৪:০২   ৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযান, জরিমানা আদায়
খাদ্য উপদেষ্টার সাথে রাশিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ
জনগণই বিএনপির শক্তি: তারেক রহমান
চীন বাংলাদেশের জন্য সুদের হার কমানোর কথা ভাবছে: রাষ্ট্রদূত
পৃথিবীর সকল ধর্মে মানুষের শান্তি ও মঙ্গলের কথা বলা হয়েছে: এসপি
রূপগঞ্জে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন
সোনারগাঁয়ে পুলিশের অভিযান, ৮ কেজি গাঁজাসহ আটক ২
আ.লীগ ১১ মিনিটে স্বাধীনতা-গণতন্ত্র হত্যা করেছিলো: এড. সাখাওয়াত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ