টিভিতে গানের সুযোগ করে দেয়ার আশ্বাসে স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » টিভিতে গানের সুযোগ করে দেয়ার আশ্বাসে স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ১
রবিবার, ৩১ মার্চ ২০২৪



টিভিতে গানের সুযোগ করে দেয়ার আশ্বাসে স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ১

টেলিভিশনে গানের সুযোগ করে দেয়ার কথা বলে বাসায় নিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শামীম আহমেদ (৩৭) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৩০ মার্চ) বিকেলে হবিগঞ্জের বাহুবল উপজেলায় পুটিজুরী বাজার থেকে পুলিশ শামীমকে গ্রেফতার করে। পরে রাতে তাকে আদালতে পাঠানো হয়।

গ্রেফতার শামীম বাহুবল উপজেলার চক মণ্ডলকাপন গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ভুক্তভোগী মেয়েটি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন স্থানে বাউল গানের আসরে সঙ্গীত পরিবেশন করে আসছে। বাউল শিল্পী ইতি ও শামীম তাকে টেলিভিশনে গান পরিবেশনার সুযোগ করে দেয়ার কথা জানায়। ভুক্তভোগীকে এ আশ্বাস দিয়ে গত ২৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় হবিগঞ্জ শহরের রাজনগরে ইতি আক্তারের ভাড়া বাসায় নিয়ে যায় শামীম। পরে রাত ১২টা পর্যন্ত বাসায় আটকে রেখে শামীম তাকে একাধিকবার ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগীর মা মামলা দায়ের করলে শনিবার সদর মডেল থানার এসআই মমিনুল ইসলাম ও এএসআই জাবের আহমেদ পুটিজুরী বাজারে অভিযান চালিয়ে শামীমকে গ্রেফতার করেন।

হবিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম জানান, মেয়েটির মা এ ঘটনায় শামীমসহ দুজনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। এ পরিপ্রেক্ষিতে শামীমকে গ্রেফতার করা হয়। দ্বিতীয় আসামি বাউলশিল্পী ইতি আক্তার গাজীপুর জেলার নাকগলা এলাকার জসিম উদ্দিনের মেয়ে। তাকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩:০০:১২   ১৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইসলামপুরে সৌদি সরকারের দুম্বার মাংস ৭১টি এতিমখানায় বিতরণ
আই ডোন্ট কেয়ার, আমি জানি কে আমি, বিএনপিও জানে কে আমি: আরুনী
নারায়ণগঞ্জে ৩৯ দফা দাবিতে সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ
সরকার কিছু তরুণকে নানা সুযোগ-সুবিধা দিয়ে বিপথগামী করেছে : সুব্রত চৌধুরী
জান্নাতের টিকেট বিক্রি কইরেন না: মাসুদুজ্জামান
তরুণ ও নারীদেরকে অধিকমাত্রায় সমবায়ে সম্পৃক্ত করতে হবে : দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা
সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার বদ্ধপরিকর : ইসি আনোয়ার
সমবায় সাম্য ও সমতার ভিত্তিতে দেশ গঠনের গুরুত্বপূর্ণ হাতিয়ার: ডিসি
রূপগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
আমরা মওদুদী ইসলাম নয়, মদিনার ইসলামের অনুসারী : সালাহউদ্দিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ