সরিষাবাড়ীতে উজ্জল হত্যার মূল রহস্য মাদক ও জুয়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে উজ্জল হত্যার মূল রহস্য মাদক ও জুয়া
বুধবার, ৩ এপ্রিল ২০২৪



সরিষাবাড়ীতে উজ্জল হত্যার মূল রহস্য মাদক ও জুয়া

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে চাঞ্চল্যকর উজ্জ্বল হত্যা মামলার মূল ঘটনা মাদক ও জুয়া। এমন তথ্যই মামলা সূত্রে জানা গেছে। মামলার তথ্যমতে এ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অপরাধে এক ইউপি সদস্য সহ ৯ জনকে এজাহারভুক্ত ও ৭ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে নিহতের পিতা উসর আলী। এতে ২ জনকে গ্রেফতার করে পুলিশ কারাগারে প্রেরণ করেছে।

এ তথ্যটি মঙ্গলবার (৩ এপ্রিল) সকালে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান কালবেলা কে নিশ্চিত করেন।

তিনি মামলার বরাদে বলেন, নিহত কিশোর উজ্জ্বল মিয়া (১৪) উপজেলার ডোয়াইল ইউনিয়নের চর বালিয়া গ্রামের উসর আলীর ছেলে। সে শেখ খলিলুর রহমান ভোকেশনাল ইনস্টিটিউট স্কুলের অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী। তার বন্ধুরা সবাই মাদকাসক্ত ও অনলাইন জুয়ার সাথে জড়িত। তাদের মধ্যে টাকার লেনদেন নিয়েই উজ্জ্বলকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে কিছুটা তথ্য পাওয়া গেছে।

এদিকে নিহতের পিতা ও মামলার বাদী উসর আলী বলেন,গত বুধবার(২৭ মার্চ) সন্ধ্যায় ইফতারের সময় মোবাইলে ফোন পেয়ে উজ্জ্বল বাহিরের চলে যায়। পরে রাত দশটা নাগাদ সে বাড়ী না ফিরলে পরিবারের লোকজন তাকে আশেপাশে খোঁজাখুঁজি করে। একপর্যায় খুঁজে না পেয়ে রাত ১১টায় সরিষাবাড়ী থানায় একটি নিখোঁজের ডায়রি করে।

পরে পুলিশ নিখোঁজের সন্ধান অব্যাহত রাখে। এ অবস্থায় গত রবিবার(৩১ মার্চ) দুপুরের নিহতের বাড়ীর পাশে আপেল মিয়ার পরিত্যক্ত টয়লেটের সেফটি ট্যাংক থেকে দূর গন্ধ বের হলে প্রতিবেশীরা টয়লেটের স্লাপ খুলে উজ্জ্বলের মরদেহ দেখতে পায়। পরে এ সংবাদটি পুলিশকে জানালে পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে যায় এবং নিহতের মরদেহ উদ্ধার করে। পরে এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে একই দিন বিকালে দুই কিশোরকে আটক করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- চর বালিয়া গ্রামের আঃ বারেক এর ছেলে আবু সাঈদ ও প্রবাসী শহিদুল ইসলাম এর ছেলে সাদ্দাম হোসেন।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। ইতিমধ্যে দুইজনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়াও আদালতের কাছে পাঁচদিন রিমান্ড চাওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:১৯:১১   ৭১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ত্রিপুরায় তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জনগণের দ্বারে দ্বারে যাওয়ার আহ্বান টিপুর
স্থায়ী যুদ্ধবিরতির বল ‘আফগান তালেবানের কোর্টে’ : পাকিস্তানের প্রধানমন্ত্রী
সরকারি হাসপাতালে মানুষের আস্থা ফিরিয়ে আনতে কাজ করছি: ডিসি
নাবিক ভর্তির সময় প্রতারকচক্রের ২ সদস্য আটক
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান শ্রম উপদেষ্টার
জুলাই সনদে পরেও স্বাক্ষর করা যাবে : আলী রীয়াজ
জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে উৎসবমুখর নির্বাচনের দিকে যাত্রা শুরু করবো: ফারুকী
তিস্তা বাঁচানোর দাবিতে উত্তরাঞ্চলের পাঁচ জেলায় মশাল প্রজ্বলন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ