বন্দরে ট্রাকের ধাক্কায় যুবক নিহত, আহত ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে ট্রাকের ধাক্কায় যুবক নিহত, আহত ২
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪



বন্দরে ট্রাকের ধাক্কায় যুবক নিহত, আহত ২

বন্দরের মদনপুরে ট্রাকের ধাক্কায় আবুল কালাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে ইস্পাহানি বাজার এলাকায় এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় তাঁর দুই খালাতো ভাই শাওন ও দুইখ্যা গুরুতর আহত হয়েছেন। তাদেরকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এসময় দায়িত্বরত চিকিৎসক আবুল কালামকে মৃত ঘোষণা করেন। নিহত আবু কালাম নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সনমান্দি গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, নারায়ণগঞ্জ থেকে গুরুতর আহত অবস্থায় তিন যুবককে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

নিহতের স্বজনরা জানান, আবু কালাম পেশায় রাজমিস্ত্রী ছিলেন। মঙ্গলবার দুপুরে খাওয়া-দাওয়া করে সে তার খালোতো ভাই শাওন ও দুইখ্যার সঙ্গে বেড়াতে বের হয়। এরপর স্বজনরা খবর পান বালুভর্তি একটি ট্রাক তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে তিন জনই গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক জানান, আবুল কালাম আর বেঁচে নেই।

এব্যাপারে বন্দর থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) গোলাম মোস্তফা জানান, ঘটনাস্থলে গিয়ে ট্রাকটিকে আটক করা হয়েছে কিন্তু ট্রাক চালককে আটক করা সম্ভব হয় নি। এ বিষয়ে এখনও কোন অভিযোগ পাই নি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২:৫৬:০৬   ৩১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সানির দোয়া ও স্মরণসভা
জনগণ ইসলামী দলকে ভোট দিতে প্রস্তুত : ডা. তাহের
সুপার ওভারে জিতল রাজশাহী
তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে যা বললেন ডাকসু ভিপি
শিশুরা পেয়েছে নতুন বই, পাননি সপ্তম-অষ্টমের শিক্ষার্থীরা
প্রবাসী প্রেমিকের নির্দেশে সাবেক প্রেমিককে হত্যা, গ্রেপ্তার ৬
দেওভোগে যুবককে কুপিয়ে হত্যা
খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করলেন সালমা ইসলাম
মানিকগঞ্জে হেরোইনসহ বাবা-ছেলে গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ