‘ওনার মনে হয় ডাক্তার দেখানো উচিত’, বুবলীকে ইঙ্গিত করে অপু বিশ্বাস

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘ওনার মনে হয় ডাক্তার দেখানো উচিত’, বুবলীকে ইঙ্গিত করে অপু বিশ্বাস
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪



‘ওনার মনে হয় ডাক্তার দেখানো উচিত’, বুবলীকে ইঙ্গিত করে অপু বিশ্বাস

সম্প্রতি শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক নতুন তথ্য জানিয়েছেন শবনম বুবলী। বলছেন, ‘আইনগতভাবে আমি এখনো শাকিব খানের বৈধ স্ত্রী। তার সঙ্গে কোয়ালিটি টাইম পার করি, আমাদের সন্তান অনেক সময় সে সুযোগটাও করে দেয়।’

শাকিবকে নিয়ে বুবলীর এসব মন্তব্য নিয়ে মুখ খুলেছেন অপু বিশ্বাস। নায়িকা বলেন, ‘শাকিবকে নিয়ে তার এত এত মন্তব্যে আমি ভাষা হারাচ্ছি, আবেগে আপ্লুত হচ্ছি। আমি কী বলব, বুঝতে পারছি না।’

অপুর ভাষ্য, শাকিবের ব্যক্তিগত বিষয় সম্পর্কে মন্তব্য করে বুবলীর প্রচারের নতুন কৌশল। তিনি বলেন, ‘এই যে উনি শাকিবের একের পর এক হাঁড়ির খবর দিচ্ছেন, কিন্তু আমি কোনো হাঁড়ি খুঁজে পাচ্ছি না। কিন্তু মজার মজার খবর পাচ্ছি তার মুখ থেকে। এ ব্যাপারে আর কি-ই বা বলব। ওনার মনে হয় ডাক্তার দেখানো উচিত।’

অপু বিশ্বাস আরও বলেন, ‘আমি সিনেমার মানুষ। একটা মহল বলেন, অপু বিশ্বাসের কাজ নেই। এটি বলে কী প্রমাণ করতে চান তারা, আমি তা জানি না। তবে এটির বিশ্লেষণ দেওয়ার বিষয়টিও আমি মনে করি না। তবে এখন যে কাজই করি অবশ্যই সম্মানের হতে হবে। আর কাজের সন্মানটাও মানুষ কতটুকু বোঝেন, তা–ও ভাবার একটা ব্যাপার আছে।’

বুবলীকে ইঙ্গিত করে অপু বিশ্বাস বলেন, ‘আমি একজন নারী হিসেবে বলব, উনি যথার্থ সম্মানীয় মানুষ। প্রতিটি মানুষের তার নিজের কাছে সম্মানের জায়গা খোঁজেন। তিনিও এতটা সময় ধরে তার ক্যারিয়ারের ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে আমার মনে হয় নিজের প্রচারের স্বার্থে অন্যকে ব্যবহার করে নিজের ব্যক্তিত্ব বিলিয়ে দেওয়াটা বুদ্ধিমানের লক্ষণ নয়। আর যদি এটাই সে মনে করে, তাহলে তার উপযুক্ত চিকিৎসার দরকার।’

নাম প্রকাশ না করে বুবলীকে ইঙ্গিত করে অপু আরও বলেন, ‘এখন আমরা একটা জায়গায় চলে এসেছি। আমাদের কথাবার্তা যেন যথাযথ হয়, খেয়াল রাখতে হবে। এখন এসব কথা হাস্যকর মনে হয়। অতি ভক্তি চোরের লক্ষণ। আমি মনে করি উনাকে সুস্থ থাকা দরকার।’

বাংলাদেশ সময়: ১৭:৫১:৩৫   ২৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
চার দশকের অপেক্ষার অবসান হলো মোজাম্বিকের
ঘন কুয়াশা: বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল বন্ধ
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন
ঢাকা-৬ আসনে মনোনয়নপত্র জমা, নির্বাচনী পরিবেশ নিয়ে আশাবাদী ইশরাক
কানাডায় মঞ্চ মাতালেন নুসরাত ফারিয়া
বিএনপি ছাড়া কেউ দেশ চালাতে পারবে না: নুর
২৪৬৭ জন পরিচ্ছন্নতা কর্মীকে স্বাস্থ্যবীমার আওতায় আনলো ডিএনসিসি
দিয়াবাড়িতে তৃতীয় লিঙ্গের ৩০ জনকে অস্থায়ী দোকান স্থাপনের অনুমতি দিলো ডিএনসিসি
তরুণদের আত্মত্যাগ ও অবিচলতাই : দায়িত্বশীল মানুষ ও দেশ গঠনের প্রধান শক্তি - সমাজকল্যাণ উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ