শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪



শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

জেলায় আজ ‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ পালিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বেলুন ও কবুতর উড়িয়ে দিবসের কর্মসূচি উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ।
পরে আদালত প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।
র‌্যালিতে শেরপুরের জেলা প্রশাসক আবদুল্লাহ আল খায়রুম, পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কামরুন্নাহার রুমী, ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ছালামত উল্লাহ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুস সবুর মিনা, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, আদালতের জিপি এডভোকেট আবুল কাশেম, পিপি এ্যাডভোকেট চন্দন কুমার পাল, শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার-সহ বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী, গণমাধ্যমকর্মীগণসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিরা অংশ নেন।
পরে,আদালত প্রাঙ্গণে লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ তৌফিক আজিজের সভাপতিত্বে ও জেলা লিগ্যাল এইড অফিসার গোলাম মাহবুব খাঁনের সঞ্চালনায় এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনাসভায় দুস্থ ও অসহায় ব্যক্তিদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে বিনামূল্যে আইনগত সেবা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। আলোচনাসভা শেষে সেরা লিগ্যাল এইড আইনজীবী নির্বাচিত হওয়ায় জেলা লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী আশরাফুন্নাহার রুবীর হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯:৪১:৫৫   ২২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালেন অ্যাটর্নি জেনারেল
জুলাই আমাদের রাজনৈতিক ইশতেহার, রাজনৈতিক গন্তব্য
আল হিলালকে বিদায় করে সেমিতে ব্রাজিলের ফ্লুমিনেন্স
অন্যায়ের বিরুদ্ধে মরণপণ সংগ্রামের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠার বার্তা দেয় পবিত্র ‘আশুরা’: মির্জা ফখরুল
পিএসজিকে শক্ত প্রতিপক্ষ মানলেও নিজেদের সামর্থ্যে আস্থা বায়ার্নের
এবার যেনতেন নির্বাচন মেনে নেওয়া হবে না : জামায়াত আমির
ব্যাংকে জমা রাখা জনগণের টাকা ফেরত দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : অর্থ উপদেষ্টা
যে যাই বলুক সরকার ঘোষিত সময়েই নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা
সাবেক প্রধান নির্বাচন কমিশনার শামসুল হুদা মারা গেছেন
‘থ্রি জিরো’ বাস্তবায়নে মুসলিম নেতাদের সোচ্চার ভূমিকা রাখার আহ্বান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ