চুয়াডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী পালন

প্রথম পাতা » খুলনা » চুয়াডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী পালন
শনিবার, ২৫ মে ২০২৪



চুয়াডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী পালন

চুয়াডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম এই প্রাণপুরুষ কবি কাজী নজরুল ইসলাম চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় স্বপরিবারে কয়েকমাস অবস্থান করেছিলেন। এসময় লিখেছেন কয়েকটি কবিতা।
দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে আজ সকাল সাড়ে ৯ টায় নজরুল স্মৃতি বিজড়িত কার্পাসডাঙ্গার আটচালা ঘরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করা হয়েছে। পুষ্পমাল্য অর্পণ করেন চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর।
এ সময় পুষ্প মাল্য অর্পণ করেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) (অর্থ ও প্রশাসন) মো. রিয়াজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা, চুয়াডাঙ্গা সরকারি কলেজর বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাঈফ, আটচালা ঘরের মালিক কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল করিম, কার্পাসডাঙ্গা কাজী নজরুল ইসলাম সৃতি সংসদের সাধারন সম্পাদক সাইফুল ইসলামসহ বিভিন্ন সংস্কৃতি সংগঠন, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসনের উদ্যোগে কার্পাসডাঙ্গার সকল স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালি শেষে সকাল ১১টায় দামুহুদার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন । জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ২ আসনের সাংসদ সদস্য হাজী আলী আজগর টগর।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আগামীকাল (২৬ মে) বিকাল সাড়ে ৫ টায় কার্পাসডাঙ্গা হাইস্কুল মাঠে পুনরায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রাতে কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংঘের উদ্যোগে মঞ্চস্থ হবে নাটক ‘নীলকুঠি’।

বাংলাদেশ সময়: ১৫:২৯:২৬   ১৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


দুবলার চরে ‌‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষে নিরাপত্তা জোরদার
ঝিনাইদহে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
হিন্দুদের ভয় দেখিয়ে লাভ নেই, তারাও দাঁড়িপাল্লার পক্ষে এক হয়েছে: গোলাম পরওয়ার
হাসিনা পালালেও তাদের নেতাকর্মীদের প্রশাসন পাহারা দিচ্ছে: অ্যাটর্নি জেনারেল
কেউ উচ্চ আকাঙ্ক্ষা করবেন না: নেতাকর্মীদেরকে দুদু
নড়াইলে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় এক আসামি গ্রেফতার
খুলনায় দুর্ঘটনা রোধ ও যানজট কমাতে সচেতনতামূলক র‌্যালি
ভারতে পালানোর সময় শামীম ওসমানের সহযোগী আজিজ ধরা
যশোরে পৌনে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১
মাগুরায় জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শনে প্রেস সচিব শফিকুল আলম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ