নারায়ণগঞ্জের আড়াইহাজারে ওসমান নামের এক রিকশাচালকের গলাকেটে হত্যার যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি আবুল হোসেন (৩০) কে গ্রেফতার করেছে র্যাব। সোমবার ৩ জুন আড়াইহাজার থানা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব ১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।
মো. আবুল হোসেন আড়াইহাজারের চামুরকান্দি এলাকার মৃত চান মিয়ার ছেলে।
র্যাব জানায় ২০০৮ সালের ২৮ নভেম্বর আড়াইহাজার উপজেলার একটি বিলে পুকুরের পাশে ঝোপের মধ্যে ওসমান নামে এক রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামরা দায়ের করেন। পুলিশ তদন্তে ৫ জনকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় আদালতে। গত ২৮ মে দুপুরে আসামির অনুপস্থিতিতে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ উম্মে সরাবন তহুরা। রায় ঘোষণার পর র্যাবের গোয়েন্দা দল আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান র্যাব কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২২:৩৫:৪৪ ১৫২ বার পঠিত