নিউজিল্যান্ডকে বিদায় করে সুপার এইটে আফগানিস্তান

প্রথম পাতা » খেলাধুলা » নিউজিল্যান্ডকে বিদায় করে সুপার এইটে আফগানিস্তান
শুক্রবার, ১৪ জুন ২০২৪



নিউজিল্যান্ডকে বিদায় করে সুপার এইটে আফগানিস্তান

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের পর ‘সি’ গ্রুপ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে আফগানিস্তান।
আজ সকালে ‘সি’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে আফগানিস্তান ৭ উইকেটে হারিয়েছে পাপুয়া নিউ গিনিকে। আফগানিস্তানের এই জয়ে এবারের বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলো নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মত গ্রুপ পর্ব থেকে বাদ পড়তে হলো কিউইদের।
৩ ম্যাচে পূর্ণ ৬ করে পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দু’টি স্থানে থেকে সুপার এইট নিশ্চিত করেছে যথাক্রমে- আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। ২ ম্যাচে অংশে নিয়ে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে টেবিলের তলানিতে থেকে বিদায় নিলো নিউজিল্যান্ড। শেষ দুই ম্যাচ জিতে পূর্ণ ৪ পয়েন্ট পেলেও, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে টপকাতে পারবে না কিউইরা।
ওয়েস্ট ইন্ডিজের মাঠ ত্রিনিদাদে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তানের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৯ দশমিক ৫ ওভারে ৯৫ রানে অলআউট হয় পাপুয়া নিউ গিনি। দলের পক্ষে উইকেটরক্ষক কিপলিন ডরিগো সর্বোচ্চ ২৭ রান করেন। এছাড়া আলেই নাও ১৩ ও টনি উরা ১১ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২৫ রান। আফগানিস্তানের ফজলহক ফারুকি ১৬ রানে ৩টি ও নাাভন উল হক ৪ রানে ২ উইকেট নেন।
৯৬ রানের টার্গেটে খেলতে নেমে ২২ রানে ২ উইকেট হারায় আফগানিস্তান। রহমানুল্লাহ গুরবাজ ১১ ও ইব্রাহিম জাদরান খালি হাতে ফিরেন।
এরপর তৃতীয় উইকেটে আজমতুল্লাহ ওমরজাইকে নিয়ে ৩৩ এবং চতুর্থ উইকেটে মোহাম্মদ নবিকে নিয়ে ৩৯ বলে অবিচ্ছিন্ন ৪৬ রান যোগ করে ২৯ বল বাকী রেখে দলের জয় নিশ্চিত করে সুপার এইটে আফগানদের নাম লেখান গুলবাদিন নাইব।
ওমরজাই ১৩ রানে ফিরলেও, ৪টি চার ও ২টি ছক্কায় ৩৬ বলে অপরাজিত ৪৯ রান করেন নাইব। ২৩ বলে ১৬ রানে অপরাজিত থাকেন নবি। ম্যাচ সেরার পুরস্কার জিতেন ফারুকি।
সংক্ষিপ্ত স্কোর :
পাপুয়া নিউ গিনি : ৯৫/১০, ১৯.৫ ওভার (ডরিগো ২৭, নাও ১৩, ফারুকি ৩/১৬)।
আফগানিস্তান : ১০১/৩, ১৫.১ ওভার (নাইব ৪৯*, নবি ১৬*, কামিয়া ১/১৬)।
ফল : আফগানিস্তান ৭ উইকেটে জয়ী।

বাংলাদেশ সময়: ১৭:১৬:০৫   ১৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ভ্যালেকানোর বিপক্ষে ড্র করে হোঁচট খেল রিয়াল
প্রয়োজনে ফুটবলের সঙ্গে মারামারি করব: বিসিবি পরিচালক আসিফ
৪০তম জাতীয় জুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিজিবি
৮ ম্যাচ পর গোল হজম করলো আর্সেনাল, চেলসির জয়
জোড়া গোল ও অ্যাসিস্টের ম্যাচে মেসির রেকর্ড, মায়ামি উঠলো সেমিফাইনালে
অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা চতুর্থ সিরিজ জয় ভারতের
এশিয়ার আরচারি বিশ্বমানে নিয়ে যেত চাই : চপল
ইনজুরি টাইমের দুই গোলে পয়েন্ট ভাগাভাগি টটেনহ্যাম-ইউনাইটেডের
ইন্দোনেশিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে ব্রাজিল
শিরোপা উৎসবে শেষ কিংস একাডেমি টুর্নামেন্ট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ