
বিপিএলের ১২তম আসরের উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মাঠে নামছে সিলেট টাইটান্স এবং রাজশাহী ওয়ারিয়রস। ম্যাচে টসে জিতে সিলেটকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে রাজশাহী।
সিলেট একাদশ : সাইম আইয়ুব, রনি তালুকদার, হজরতউল্লাহ জাজাই, পারভেজ হোসেন ইমন (উইকেটকিপার), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), ইথান ব্রুকস, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির, খালেদ আহমেদ, রুয়েল মিয়া।
রাজশাহী একাদশ : তানজিদ হাসান, শাহিবজাদা ফারহান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), ইয়াসির আলী, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, তানজিম হাসান সাকিব, এসএম মেহরব, আব্দুল গাফফার সাকলাইন, বিনুরা ফার্নান্ডো, সন্দীপ লামিচানে।
বিপিএলের দ্বাদশ আসরে শিরোপার লড়াইয়ে অংশ নিচ্ছে ছয়টি দল- রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, নোয়াখালী এক্সপ্রেস, রাজশাহী ওয়ারিয়র্স, সিলেট টাইটান্স এবং চট্টগ্রাম রয়্যালস। টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট, ঢাকা ও চট্টগ্রামে।
বাংলাদেশ সময়: ১৬:৪১:৩৭ ৪ বার পঠিত