ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
শনিবার, ২৯ জুন ২০২৪



ইতিহাসের এই দিনে

আজ ২৯ জুন ২০২৪ (শনিবার)। নানা ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে জেনে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

উল্লেখযোগ্য ঘটনা

১৬১৩ - শেক্সপিয়ারের গ্লোব থিয়েটার ভস্মীভূত হয়।

১৭৫৭ - লর্ড ক্লাইভ মুর্শিদাবাদে প্রবেশ করেন এবং মীরজাফর বাংলা বিহার ও উড়িষ্যার নবাব হন।

১৮০৭ - রাশিয়া-তুরস্ক যুদ্ধে অ্যাডমিরাল দিমিত্রি সেনিয়াভিন অটোমান নৌবহর ধ্বংস করেন।

১৮১৭ - ব্রিটিশ পার্লামেন্টে ট্রেড ইউনিয়ন আইন পাস।

১৮৬৮ - প্রেস অ্যাসোসিয়েশনের নিউজ এজেন্সি প্রতিষ্ঠিত হয়।

১৯১৩ - নরওয়েতে নারীদের ভোটাধিকার প্রদান।

১৯১৩ - বলকান অঞ্চলে দ্বিতীয় যুদ্ধের সূচনা হয়।

১৯৪৬ - বিকিনিতে যুক্তরাষ্ট্রের প্রথম পরমাণু বোমা পরীক্ষা।

১৯৬০ - জায়ারের স্বাধীনতা লাভ।

১৯৬৬ - মার্কিন বোমারু বিমান উত্তর ভিয়েতনামের হ্যানয়ে বোমা বর্ষণ করে।

১৯৭৬ - ব্রিটেনের কাছ থেকে সেইশেলস নামক দীপপুঞ্জটি স্বাধীনতা লাভ করে।

১৯৯১ - কোমেকোন নামক অর্থনৈতিক জোটের বিলুপ্তি ঘোষণা করা হয়।

১৯৯২ - আততায়ীর গুলিতে আলজেরিয়ার প্রেসিডেন্ট বোদিয়াফ নিহত হন।

জন্ম

১৮৫৮ - পানামা খালের মার্কিন প্রকৌশলী গোথেলস।

১৮৬৪ - স্যার আশুতোষ মুখোপাধ্যায়।

১৯২০ - ফরাসি লেখক ফ্রেদরিক দার্দ।

১৯২৫ - একাডেমি অ্যাওয়ার্ড বিজয়ী মার্কিন অভিনেত্রী কারা উইলিয়ামস।

১৯৩৮ - বাংলাদেশি সংগীতশিল্পী, সুরকার ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক অজিত রায়।

১৯৪৫ - শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গা।

১৯৮০ - বিখ্যাত ইংরেজ গায়িকা ক্যাথেরিন জেনকিনস।

১৯৮৫ - স্কটিশ ক্রিকেটার ইয়ান ওয়ার্ডল।

১৯৮৬ - রোমানীয় গায়ক ও ডিজে এ্যাডওয়ার্ড মায়া।

১৯৮৮ - আর্জেন্টিনার পেশাদার ফুটবলার এভার বানেগা।

১৯৯৪ - মার্কিন অভিনেত্রী ক্যামিলা মেন্ডেস।

মৃত্যু

১৩১৫ - র‍্যামন লাল, লেখক ও দার্শনিক।

১৮৭৩ - মাইকেল মধুসূদন দত্ত, উনিশ শতকের বাঙালি কবি।

১৮৮৬ - এডলফ মন্টিসেলি, ফরাসি চিত্রশিল্পী ।

১৮৯৫ - টমাস হেনরি হাক্সলি, ইংরেজ জীববিজ্ঞানী, শিক্ষক ও অজ্ঞেয়বাদ দর্শনের অন্যতম প্রবক্তা।

১৯০৪ - টম এমেট, ইংরেজ ক্রিকেটার।

১৯১৯ - কার্ল ব্রুগমান, জার্মান ভাষাবিজ্ঞানী।

১৯৫৮ - জর্জ গান, ইংরেজ ক্রিকেটার।

১৯৬৬ - দামেদার কোশাম্বী, বৌদ্ধ ধর্মবিশারদ।

২০০২ - উলাহ্‌-ইয়োহান ডাল, নরওয়েজীয় কম্পিউটার বিজ্ঞানী।

২০০৩ - ক্যাথরিন হেপবার্ন, মার্কিন অভিনেত্রী।

২০০৭ - এডওয়ার্ড ইয়াং, তাইওয়ানীয় চলচ্চিত্র নির্মাতা।

২০১৩ - মারগেরিতা হ্যাক, ইতালীয় নভো পদার্থবিজ্ঞানী ও লেখক।

২০১৪ - আবুল হোসেন, বাংলাদেশি কবি।

২০২০ - আবদুল্লাহ আল মোহসিন চৌধুরী, বাংলাদেশ সরকারের সাবেক সচিব।

বাংলাদেশ সময়: ১১:৫০:৩১   ১৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সাতক্ষীরায় সীমান্ত থেকে শাড়ি, ওষুধ-সহ বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ
ফাহিমের জোড়া গোলে আবারও আবাহনীকে হারাল বসুন্ধরা
উন্নয়নের মাপকাঠি হওয়া উচিত কাজের গুণগত মান : ফয়েজ আহমদ তৈয়্যব
চট্টগ্রাম বন্দরকে ঘিরে উৎপাদন হাব, সক্ষমতা ৬ গুণ বাড়ানোর লক্ষ্য : প্রেস সচিব
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ পরিচালনার সুযোগ কাজে লাগাতে হবে : প্রধান বিচারপতি
৫ মে দেশে ফিরছেন খালেদা জিয়া, সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ
নিরাপদ স্থান ছাড়াই চার লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত: জাতিসংঘ
হজ পারমিট ছাড়া হজ পালন না করার অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়
ধর্ষণের পর ভিডিও ধারণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
আ.লীগের নিবন্ধন বাতিল ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করুন: নাহিদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ