শাকিবের নায়িকা হচ্ছেন সাবিলা নূর?

প্রথম পাতা » ছবি গ্যালারী » শাকিবের নায়িকা হচ্ছেন সাবিলা নূর?
রবিবার, ৩০ জুন ২০২৪



শাকিবের নায়িকা হচ্ছেন সাবিলা নূর?

ঈদে মুক্তি পেয়েছে ‘তুফান’। রায়হান রাফি পরিচালিত ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। ছবিটি মুক্তির পর থেকে হলে হলে দর্শক টানছে দারুণ ভাবে। স্বাভাবিকভাবে বাংলা ছবির জোয়ার এনে দিয়েছে তুফান।
মুক্তি পেয়েছে দেশের বাইরেও। সেখানেও সিনেমাটির জয় জয় কার।

এদিকে শাকিব খান অভিনীত আলোচিত এই সিনেমাটির প্রস্তাব গিয়েছিল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের কাছে। কিন্তু সেসময় প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন এবং তার জন্য এখন কিছুটা আফসোসও করছেন অভিনেত্রী।
শুধু তাই নয়, এর আগে ‘প্রিয়তমা’ সিনেমার প্রস্তাবও পেয়েছিলেন কিন্তু সেসময় দেশের বাইরে থাকার কারণে শিডিউল জটিলতায় সেটি আর করা হয়নি।

তবে আবার শাকিব খানের সিনেমার প্রস্তাব গিয়েছে সাবিলা নূরের কাছে। শোনা যাচ্ছে, আসন্ন নতুন সিনেমায় শাকিবের সঙ্গে জুটি হিসেবে দেখা যেতে পারে এই অভিনেত্রীকে। তবে এই বিষয়ে আপাতত কেউই মুখ খুলছেন না।

শাকিব খানের সঙ্গে নাকি নতুন সিনেমা নিয়ে কথা হচ্ছে। কথাটি কতটুকু সত্যি, এমন প্রশ্নে সাবিলা বলেন, ‘কথা হচ্ছে। এর বাইরেও একাধিক সিনেমা নিয়েই কথা হচ্ছে আমার, যেগুলো এখনো বলার মতো অবস্থায় নেই। অনেক সময় দেখা যায়, সবকিছু চূড়ান্ত হওয়ার পরও অনেক কিছু পাল্টে যায়, তাই শুটিং শুরু না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। এর আগেও একবার একটি সিনেমা শুটিং পর্যন্ত গিয়েও আগ মুহূর্তে ক্যান্সেল হয়ে যায়।
তাই শুটিংয়ে যাওয়ার আগে এখন আর কিছুই বলতে চাই না।’

শাকিব খানের সঙ্গে কাজ করতে ইচ্ছুক এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি এর আগেও অনেকবার বলেছি, শাকিব খানের সঙ্গে কাজ করতে বরাবরই ইচ্ছুক আমি। আমি সত্যিই চাই তার সঙ্গে কাজ করতে। আগেও চেয়েছি, এখনো চাই।’

ঈদে ওটিটি প্লাটফর্ম হইচইতে মুক্তি পেয়েছে সাবিলা নূরের ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’, যেটি থেকে বেশ প্রশংসা কুড়াচ্ছেন বলে জানান। এছাড়াও ‘রাত বাকি’ নাটকের জন্যও সাধুবাদ পাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৭:০৬:২০   ২৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


খুলনায় মে দিবস পালিত
কাশ্মীরে হামলাকারীদের অবশ্যই বিচার হবে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে নারী দল পাঠাবে চীন
নতুন সুখবরে ভাসছেন মেহজাবীন
কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু বিএনপির শ্রমিক সমাবেশ
ইউক্রেনের ওডেসা বন্দরে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ২
মানবিক করিডোর দেয়ার আগে স্বাধীনতা-সার্বভৌমত্ব স্পষ্ট করুন : রিজভী
নতুন বাংলাদেশ গড়তে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে সরকার : প্রধান উপদেষ্টা
শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিতসহ ৭ দাবি
নারায়ণগঞ্জে ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ