ভারতে একটি হল ছাড়া সবগুলো থেকে নামলো শাকিব খানের ‘তুফান’!

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভারতে একটি হল ছাড়া সবগুলো থেকে নামলো শাকিব খানের ‘তুফান’!
শুক্রবার, ১২ জুলাই ২০২৪



ভারতে একটি হল ছাড়া সবগুলো থেকে নামলো শাকিব খানের ‘তুফান’!

দেশের প্রেক্ষাগৃহ কাঁপিয়ে ভারতে মুক্তি দেয়া হয় শাকিব খান অভিনীত ও রায়হান রাফি পরিচালিত সিনেমা ‘তুফান’। কিন্তু এক সপ্তাহ পেরোতেই দর্শক খরার কারণে হল থেকে সিনেমাটি সরিয়ে দিলেন হল মালিকরা।

গত ৫ জুলাই ভারতের কলকাতায় মুক্তি পায় ‘তুফান’। প্রথমদিন থেকেই সিনেমাটি ঢাকার পুরো উল্টো চিত্র দেখতে পায়। দর্শক খরায় বড় ধাক্কা খায় সিনেমাটি ও ভারতের হল মালিকরা। তাই বাধ্য হয়ে আজ শুক্রবার (১২ জুলাই) সিনেমাটি প্রেক্ষাগৃহ থেকে নামাতে বাধ্য হলেন তারা।

এসভিএফ প্রযোজনা সংস্থা ভারতের ৪৫টিরও বেশি সিনেমা হলে মুক্তি দেয় সিনেমাটি। সপ্তাহ পেরোতে আজ শুক্রবার কেবলমাত্র দক্ষিণ ২৪ পরগনার একটি হলে চলছে এই ছবি। আর সব প্রেক্ষাগৃহ থেকেই সিনেমাটি নামিয়ে ফেলা হয়েছে।

এ প্রসঙ্গে কলকাতার হল মালিকরা বলছেন, এই সময়ে দাঁড়িয়ে প্রসেনজিৎ-দেব-জিতের ছবিই দর্শক পায় না। শাকিব খান তো দূরের কথা। বাংলাদেশে তার জনপ্রিয়তা আকাশছোঁয়া হলেও কলকাতায় তার ভক্তের সংখ্যা নেহাতই হাতে গোনা! তাই এই ছবি এক সপ্তাহের বেশি টানা কোনোভাবেই সম্ভব নয়।

জানা গেছে, কলকাতায় থাকা শুধু বাংলাদেশি দর্শকরাই এ সিনেমা দেখতে হলমুখী হয়েছিলেন। কিন্তু সব মিলিয়ে আয় ১০ লাখের গন্ডিও পেরোতে পারেনি ‘তুফান’।

এদিকে শুরু থেকেই ‘তুফান’ নিয়ে আশার পারদ ক্রমশ বাড়িয়েছিলেন ছবির পরিচালক, প্রযোজকসহ সিনেমার অভিনয়শিল্পী শাকিব খান এবং মিমি চক্রবর্তী। তবে আশাহত হয়েছেন তারা। এ প্রসঙ্গে এখনও কোনো মন্তব্য করেননি সিনেমা সংশ্লিষ্টরা। নিশ্চুপ টলিপাড়ার তারকারাও।

বাংলাদেশ সময়: ১৬:৪০:৩৫   ২১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইসরাইলি হামলায় গাজায় নিহত ১৪
কুমিল্লায় টিসিবি’র ১,৪৪২ লিটার তেল জব্দ
জয়পুরহাট পৌরসভায় বর্জ্য পৃথকীকরণে ডাস্টবিন বিতরণ
পাট খাতের উন্নয়নে ‘সাসটেইনেবল মার্কেট এক্সেস বুটক্যাম্প’ কর্মসূচি শুরু
নাহিদ-হাসনাতদের দেখতে রাস্তার মানুষের ভিড়
উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: উপদেষ্টা আসিফ
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের সংলাপে জাতীয় ঐকমত্য কমিশন
এসএমই খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ অর্থ উপদেষ্টার
পাকিস্তানে বন্যায় একই পরিবারের ১৩ জনের মৃত্যু
জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব: নজরুল ইসলাম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ