প্রকৃতির মুগ্ধতা নিতে জলপ্রপাতে সাবিলা, সঙ্গে কে?

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রকৃতির মুগ্ধতা নিতে জলপ্রপাতে সাবিলা, সঙ্গে কে?
শুক্রবার, ১২ জুলাই ২০২৪



প্রকৃতির মুগ্ধতা নিতে জলপ্রপাতে সাবিলা, সঙ্গে কে?

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। এরপর অভিনয় জগতে এসে ভক্তদের উপহার দিয়েছেন বিভিন্ন নাটক ও ওয়েবসিরিজ।

সম্প্রতি তিনি বেশ কয়েকটি নাটক ও ওয়েব সিরিজে কাজ করেছেন। কাজের ব্যস্ততা থেকে ছুটি নিয়ে এখন বেশ আরামেই দিন কাটাচ্ছেন অভিনেত্রী। উড়াল দিয়েছেন মার্কিন মুলুকে। সেখান থেকে নিজের খোঁজ-খবর নিয়মিত জানাচ্ছেন অনুরাগীদের।

যুক্তরাষ্ট্রে গিয়ে যেন নিজের মন মতোই ঘুরে বেড়াচ্ছেন সাবিলা নূর। কখনও একা, আবার কখনও সঙ্গী নিয়ে। নিউইওর্ক শহরের বিভিন্ন জায়গা থেকে নিজেকে ধরা দিচ্ছিলেন অভিনেত্রী। এবার প্রকৃতির মুগ্ধতা নিতে উত্তর আমেরিকার জনপ্রিয় স্থান ‘নায়াগ্রা জলপ্রপাতে’ অবকাশ কাটাতে দেখা যায় সাবিলাকে।

শুক্রবার নায়াগ্রা জলপ্রপাত থেকে নিজেকে ধরা দেন সাবিলা। সামাজিক মাধ্যমে সাবিলা জানান, এই স্থানে অভিনেত্রীর দ্বিতীয় ভ্রমণ এটি। সঙ্গে কিছু ছবি যোগ করে অভিনেত্রী লিখেছেন, ‘নায়াগ্রা জলপ্রপাতে দ্বিতীয়বারের মত আসলাম, তারপরও এই স্থানটি রীতিমতো আমার মন দুলিয়ে যাচ্ছে।’

এ সময় অভিনেত্রীকে বেশ ফরমাল লুকে দেখা যায়। কানে ইয়ার অর্নামেন্ট, চোখে সানগ্লাস। পরনে সাদা নিট শার্ট, প্যান্ট। সঙ্গে নিট শার্টের ওপর ওপেন চেস্ট ব্লু জিন্স শার্ট; সব মিলিয়ে তার বেশভূষাকে যেন অনন্য মাত্রায় নিয়ে যায়।

ছবিগুলোর মন্তব্যঘরে সাবিলা নূরের ভক্ত-অনুরাগীরা বেশ সাড়া দিয়েছেন; সঙ্গে ভালোবাসা ও মুগ্ধতা ভরিয়ে দিয়েছেন তারা।

তবে নায়াগ্রা জলপ্রপাতে একা যাননি সাবিলা নূর। অভিনেত্রীর সঙ্গী ছিলেন ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। দুই অভিনেত্রীই একসঙ্গে নায়াগ্রাকে উপভোগ করছেন, তা সামাজিক মাধ্যমে উভয়েই প্রকাশ করেন তারা। এই দুই অভিনেত্রী একসঙ্গে ক্যামেরাবন্দি হয়ে নিজেদের ধরা দিয়েছেন।

সম্প্রতি মুক্তি পেয়েছে সাবিলা নূরের অভিনীত নাটক ‘সুতো’। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। ইতোমধ্যে নাটকটি বেশ প্রশসংসা কুড়িয়েছে। এছাড়াও ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’-এ গোয়েন্দা পুলিশের চরিত্রে অভিনয় করে দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছেন তিনি।

বড় পর্দায়েও রয়েছে সাবিলার সুনাম। গত বছর বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাতে শেখ রেহানার ভূমিকায় অভিনয় করে বড় পর্দায় পদার্পণ করেন সাবিলা।

বাংলাদেশ সময়: ১৭:৫০:৪১   ১৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গণতন্ত্র নস্যাৎ করতে নৈরাজ্য সৃষ্টির প্রচেষ্টা চলছে: ড. মঈন খান
তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে শেরপুরে কৃষক দলের বিক্ষোভ
টালবাহানা বাদ দিয়ে দ্রুত ভোটের আয়োজন করুন : রুমিন ফারহানা
কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
আইসিডিডিআর, বি ও ডিপিই’র ম্যানুয়াল প্রতিবন্ধী শিশুদের চাহিদা পূরণ করবে: কর্মশালায় বক্তারা
বাংলাদেশের মাটি আ. লীগ-বিএনপির শাসন দেখতে চায় না : চরমোনাই পীর
এই মাসে জুলাই সনদ না হলে দায় সরকারের : সালাহউদ্দিন
সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা থানা বিএনপির বিক্ষোভ মিছিল
ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা : জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও দৃশ্যমান
জুলাই শহীদদের স্মরণে মহানগর বিএনপির মৌন মিছিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ