বাসচাপায় নানা-নাতনি নিহতের ঘটনায় চালক গ্রেফতার

প্রথম পাতা » চট্টগ্রাম » বাসচাপায় নানা-নাতনি নিহতের ঘটনায় চালক গ্রেফতার
রবিবার, ১৪ জুলাই ২০২৪



বাসচাপায় নানা-নাতনি নিহতের ঘটনায় চালক গ্রেফতার

লক্ষ্মীপুরে বাসচাপায় নানা-নাতনি নিহতের ঘটনায় চালক একরামকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় ফেনী সদরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার একরাম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কেছকিমুড়া দক্ষিণপাড়া গ্রামের জানু মিয়ার ছেলে।

রাতে র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) গোলাম মোর্শেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, সোমবার (৮ জুলাই) সকালে সদর উপজেলার পূর্ব হাজিরপাড়া এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে বেপরোয়া গতির বাসচাপায় মিম ও নছির নামের ‍দুজন মারা যান। সম্পর্কে তারা নানা-নাতনি। তারা ভোলার বাসিন্দা। চট্টগ্রাম থেকে ভোলার উদ্দেশ্যে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট ফেরিঘাটে আসছিলেন। পথে বাসটি ঘটনাস্থলে সিয়াম পাম্পে দাঁড়ালে নছির তার নাতনিকে নিয়ে রাস্তার বিপরীত পাশে কিছু কেনার উদ্দেশে দোকানে যাচ্ছিলেন। তখন রাস্তা পারাপারের সময় যমুনা পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু মিম আক্তার।

নানা নছিরও গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। ঘটনার পরপরই ঘাতক বাসের চালক পালিয়ে যান।

র‌্যাব আরও জানায়, নানা-নাতনির মৃত্যুর ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় অভিযোগ করা হয়। তবে ঘটনাটি ক্লুলেস ছিল। চালককে শনাক্তকরণে কাজ শুরু হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে চালক একরামকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:২৮:২৮   ২৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সারাদেশে ভিক্ষাবৃত্তি বন্ধে সমাজসেবা কার্যালয় কাজ করছে : ধর্ম উপদেষ্টা
চাঁদপুরে ইয়াবাসহ যুবক-যুবতী আটক
প্রাণীর সুস্থতা নিশ্চিত না হলে মানুষের স্বাস্থ্যও সুরক্ষিত রাখা সম্ভব নয় - মৎস্য উপদেষ্টা
ক্রীড়াই তারুণ্য, ক্রীড়াই শক্তি : কাদের গনি চৌধুরী
নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে : ফরিদা আখতার
মায়ের লাশ দেখতে না দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
প্রশাসনই রাষ্ট্রযন্ত্রের প্রাণশক্তি : ফারুক-ই-আজম
মাদকমুক্ত সমাজ গঠন আমাদের নতুন অঙ্গীকার: এ্যানি
জুলাইযোদ্ধারা চাঁদাবাজি করলে আমাদের কষ্ট লাগে : রেজাউল করিম
বিএনপির নেতৃত্বে দেশে কর্মসংস্থান নিশ্চিত করা হবে : এ্যানি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ