বাসচাপায় নানা-নাতনি নিহতের ঘটনায় চালক গ্রেফতার

প্রথম পাতা » চট্টগ্রাম » বাসচাপায় নানা-নাতনি নিহতের ঘটনায় চালক গ্রেফতার
রবিবার, ১৪ জুলাই ২০২৪



বাসচাপায় নানা-নাতনি নিহতের ঘটনায় চালক গ্রেফতার

লক্ষ্মীপুরে বাসচাপায় নানা-নাতনি নিহতের ঘটনায় চালক একরামকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় ফেনী সদরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার একরাম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কেছকিমুড়া দক্ষিণপাড়া গ্রামের জানু মিয়ার ছেলে।

রাতে র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) গোলাম মোর্শেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, সোমবার (৮ জুলাই) সকালে সদর উপজেলার পূর্ব হাজিরপাড়া এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে বেপরোয়া গতির বাসচাপায় মিম ও নছির নামের ‍দুজন মারা যান। সম্পর্কে তারা নানা-নাতনি। তারা ভোলার বাসিন্দা। চট্টগ্রাম থেকে ভোলার উদ্দেশ্যে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট ফেরিঘাটে আসছিলেন। পথে বাসটি ঘটনাস্থলে সিয়াম পাম্পে দাঁড়ালে নছির তার নাতনিকে নিয়ে রাস্তার বিপরীত পাশে কিছু কেনার উদ্দেশে দোকানে যাচ্ছিলেন। তখন রাস্তা পারাপারের সময় যমুনা পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু মিম আক্তার।

নানা নছিরও গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। ঘটনার পরপরই ঘাতক বাসের চালক পালিয়ে যান।

র‌্যাব আরও জানায়, নানা-নাতনির মৃত্যুর ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় অভিযোগ করা হয়। তবে ঘটনাটি ক্লুলেস ছিল। চালককে শনাক্তকরণে কাজ শুরু হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে চালক একরামকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:২৮:২৮   ২৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


না ফেরার দেশে চাঁদপুরের বরেণ্য সংগীত শিক্ষা গুরু স্বপন সেনগুপ্ত
তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দেশে ফিরবেন তারেক রহমান: মিন্টু
ব্যাটিং বিপর্যয়ে আইরিশদের কাছে বড় হারের লজ্জা
কুমিল্লায় ৯ দিনব্যাপী বইমেলা শুরু আগামীকাল
আমরা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করি না : এ্যানি
রাঙ্গামাটিতে পিআইবির ৩ দিনব্যাপী ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ
চট্টগ্রাম বন্দরের ৩ প্রবেশমুখে অবরোধ
মেগাপ্রকল্প নয়, মানুষের কল্যাণে বিনিয়োগে গুরুত্ব দেবে বিএনপি : আমীর খসরু
ব্রাহ্মণবাড়িয়ায় ২০ মাসে তিন হাজার মামলা, নিষ্পত্তি ৭৭ শতাংশ
জাতীয় বেতনস্কেল অনুসারে ইমাম-খতিবদের বেতন-ভাতা দেওয়ার অনুরোধ ধর্ম উপদেষ্টার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ