বাসচাপায় নানা-নাতনি নিহতের ঘটনায় চালক গ্রেফতার

প্রথম পাতা » চট্টগ্রাম » বাসচাপায় নানা-নাতনি নিহতের ঘটনায় চালক গ্রেফতার
রবিবার, ১৪ জুলাই ২০২৪



বাসচাপায় নানা-নাতনি নিহতের ঘটনায় চালক গ্রেফতার

লক্ষ্মীপুরে বাসচাপায় নানা-নাতনি নিহতের ঘটনায় চালক একরামকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় ফেনী সদরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার একরাম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কেছকিমুড়া দক্ষিণপাড়া গ্রামের জানু মিয়ার ছেলে।

রাতে র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) গোলাম মোর্শেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, সোমবার (৮ জুলাই) সকালে সদর উপজেলার পূর্ব হাজিরপাড়া এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে বেপরোয়া গতির বাসচাপায় মিম ও নছির নামের ‍দুজন মারা যান। সম্পর্কে তারা নানা-নাতনি। তারা ভোলার বাসিন্দা। চট্টগ্রাম থেকে ভোলার উদ্দেশ্যে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট ফেরিঘাটে আসছিলেন। পথে বাসটি ঘটনাস্থলে সিয়াম পাম্পে দাঁড়ালে নছির তার নাতনিকে নিয়ে রাস্তার বিপরীত পাশে কিছু কেনার উদ্দেশে দোকানে যাচ্ছিলেন। তখন রাস্তা পারাপারের সময় যমুনা পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু মিম আক্তার।

নানা নছিরও গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। ঘটনার পরপরই ঘাতক বাসের চালক পালিয়ে যান।

র‌্যাব আরও জানায়, নানা-নাতনির মৃত্যুর ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় অভিযোগ করা হয়। তবে ঘটনাটি ক্লুলেস ছিল। চালককে শনাক্তকরণে কাজ শুরু হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে চালক একরামকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:২৮:২৮   ১৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


বাংলাদেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না : মির্জা ফখরুল
শান্তি ও সম্প্রীতির বন্ধনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য উপদেষ্টার
কুমিল্লায় রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপন
লালদিয়ায় ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ হবে: বিডা চেয়ারম্যান
ড. ইউনূসের লক্ষ্য বিনিয়োগ বাড়ানো ও কর্মসংস্থান সৃষ্টি করা
চট্টগ্রামে ‘কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ভারতীয় আহত
বিচার বিভাগের পূর্ণ প্রশাসনিক স্বায়ত্তশাসনে আলাদা সচিবালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া প্রায় সম্পন্ন : প্রধান বিচারপতি
মিয়ানমারের নৌকায় ধাওয়া, সোয়া ১ লাখ ইয়াবাসহ যুবক আটক
‘প্রাথমিক শিক্ষার উন্নতি না হলে ভবিষ্যৎ ভালো হবে না’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ