বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুলাই ২০২৪



বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১৫ জুলাই, ২০২৪ : বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রী গ্রুপের ১ম বৈঠক সভাপতি নুরুল ইসলাম নাহিদ, এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে মৈত্রী গ্রুপের সদস্য আসাদুজ্জামান নূর এমপি, মুহিবুর রহমান মানিক এমপি, এ. বি. এম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রান গোপাল দত্ত এমপি, মোঃ বিপ্লব হাসান এমপি, মোঃ নাসের শাহরিয়ার জাহেদী এমপি, ফরিদা খানম এমপি এবং ফরিদা ইয়াসমিন এমপি অংশগ্রহণ করেন।

শুরুতে বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রীগ্রুপের সদস্যগণের পরিচিতি ও প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয় এবং মৈত্রীগ্রুপের কার্যক্রম সম্পর্কে সদস্যদের বৈঠকে ব্রিফ করা হয়।

বৈঠকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহযোগিতা ও অকৃত্রিম বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হয়।

এসময় পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ-রাশিয়ার মধ্যকার কূটনৈতিক সম্পর্কের বিষয়ে মৈত্রীগ্রুপকে অবহিত করা হয়।

সভাপতি নুরুল ইসলাম নাহিদ বলেন, দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা স্ব স্ব দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে অবদান রাখবে। শিক্ষা, খেলাধূলাসহ সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময়ের মাধ্যমে দু’দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও এগিয়ে যাবে।

বৈঠকে বাংলাদেশ ও রাশিয়া- এই দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন বিষয়ক আলোচনা হয় এবং পারস্পরিক অর্থনৈতিক ও কারিগরি সহায়তা বৃদ্ধিতে সুপারিশ করা হয়।

এছাড়াও চার্জ দ্য এ্যাফেয়ার্স রাশিয়ান পার্লামেন্টে সংসদীয় মৈত্রীগ্রুপ গঠনসহ রাশিয়ান পার্লামেন্টের পক্ষ থেকে বাংলাদেশের মৈত্রী গ্রুপের সদস্যদের রাশিয়ার ঐতিহাসিক ও প্রাকৃতিক স্থাপনা পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক, জাতীয় সংসদ সচিবালয়ের আইপিএ এর ডিরেক্টরসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৫১:০০   ১৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরকারের উদ্যোগে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
সোনারগাঁয়ে যুবক আটক, ৪ কেজি গাঁজা উদ্ধার
সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে বন্দর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন
এস এম সুলতানের হারিয়ে যাওয়া ছবি উদ্ধারে উদ্যোগ নেয়া হবে: সংস্কৃতি উপদেষ্টা
বিশ্বমানের শিল্প-সংশ্লিষ্ট দক্ষতা অর্জনে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষা উপদেষ্টা
বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্য ও শিক্ষাখাতে ৫ শতাংশ করে ব্যয় করা হবে: আমীর খসরু
রিজানের অলরাউন্ড নৈপুণ্যে চ্যাম্পিয়ন বাংলাদেশ
গণতন্ত্রের জন্য প্রাণ উৎসর্গকারী সবাই জাতীয় বীর: সালাহউদ্দিন আহমদ
বিচার বিভাগ কখনোই রাষ্ট্রের প্রভাবশালী অঙ্গ হয়ে ওঠেনি : প্রধান বিচারপতি
প্রথম আন্তর্জাতিক টার্মিনাল অপারেটরের অভিজ্ঞতা সুখকর নয় : বিডা’র নির্বাহী চেয়ারম্যান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ