পাকিস্তানে গাড়ি বোমা হামলায় সেনা নিহত বেড়ে ৮

প্রথম পাতা » আন্তর্জাতিক » পাকিস্তানে গাড়ি বোমা হামলায় সেনা নিহত বেড়ে ৮
মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪



পাকিস্তানে গাড়ি বোমা হামলায় সেনা নিহত বেড়ে ৮

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি সামরিক ঘাঁটিতে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত সেনার সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। এছাড়াও, এ সময় সেনাবাহিনীর পাল্টা হামলায় অন্তত ১০ ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন।

পাকিস্তান সামরিক বাহিনীর এক কর্মকর্তার বরাতে মঙ্গলবার (১৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে ভয়েস অব আমেরিকা এক প্রতিবেদনে জানায়, ওই সামরিক ঘাঁটিতে আত্মঘাতী বোমা বোঝাই একটি গাড়ি প্রবেশ করে। পরে সেখানে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা হামলা চালায়। এতে কমপক্ষে তিনজন সেনা নিহত এবং ১২ জন আহত হন।

আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু শহরের গ্যারিসন শহরে ভোরের আগে অভিযান চালানো হয়। স্থানীয় পুলিশ কর্মকর্তারা এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে, আশপাশের বেসামরিক নাগরিকদের বাড়িঘরগুলোও ক্ষতিগ্রস্ত হয়। এতে ছয়জন আহত হন।

নিরাপত্তা সূত্র ভয়েস অব আমেরিকাকে জানিয়েছে, পাকিস্তানি সেনারা কম্পাউন্ডে সশস্ত্র গোষ্ঠীকে কোণঠাসা করে ফেলে। এবং ভারি ‘বন্দুকযুদ্ধে’ তাদের (সশস্ত্র গোষ্ঠী) বেশ কয়েকজন সদস্য নিহত হন।

সূত্র আরও জানিয়েছে, সেনা কমান্ডোরা হুমকি নিষ্ক্রিয় করতে এবং কম্পাউন্ডটিকে সম্পূর্ণরূপে সুরক্ষিত করতে একটি ‘ক্লিয়ারেন্স অপারেশন’ চালিয়েছে।

এদিকে, এ হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপির সঙ্গে জড়িত সশস্ত্র গোষ্ঠীরা।

বাংলাদেশ সময়: ১৭:১৫:২৮   ২২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


গাজায় নিহতের সংখ্যার যথার্থতা স্বীকার ইসরায়েলি সেনাবাহিনীর
মালয়েশিয়ায় বাংলাদেশি ব্যবসায়ীর বিলাসবহুল গাড়ি জব্দ
ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে নীরবতা পালন
যাত্রীবাহী ট্রেনে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ৫
ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৫
ইরানের দিকে যাচ্ছে আরও এক মার্কিন সামরিক বহর!
ভারত-ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য চুক্তি অনেক সুযোগ বয়ে আনবে : মোদি
যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ৩০ জনের প্রাণহানি
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় ভূমিধসে ২৩ সেনার মৃত্যু
দক্ষিণ কোরিয়ার পণ্যে ২৫ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ