কোটা আন্দোলনে নিহতদের স্মরণে আজ সারা দেশে শোক

প্রথম পাতা » ছবি গ্যালারী » কোটা আন্দোলনে নিহতদের স্মরণে আজ সারা দেশে শোক
মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪



কোটা আন্দোলনে নিহতদের স্মরণে আজ সারা দেশে শোক

কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিহত ব্যক্তিদের স্মরণে আজ মঙ্গলবার (৩০ জুলাই) সারা দেশে শোক পালন করছে সরকার। শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হবে। মসজিদে দোয়া মাহফিল এবং মন্দির-গির্জা-প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। সরকারি-বেসরকারি সব নাগরিক এই কর্মসূচি পালন করতে পারবে।

এর আগে সোমবার (২৯ জুলাই) মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানান, কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার সারা দেশে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।

এদিকে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় সোমবার পর্যন্ত ১৫০ জন নিহত হয়েছেন বলে মন্ত্রিসভায় তথ্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ তথ্য দেন তিনি। মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, রোববার (২৮ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রী ১৪৭ জন নিহত হওয়ার কথা বলেছিলেন। সেটা বেড়ে ১৫০ জন হয়েছে বলে মন্ত্রিসভায় তিনি জানিয়েছেন।

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের লাগাতার আন্দোলন শুরু হয় ১ জুলাই। ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সংঘর্ষের পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে প্রায় সারা দেশে।

এর পরদিন থেকে এ আন্দোলনকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় হামলা, সংঘর্ষ, সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১০:৩০:৫৯   ২২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জের ৪টি আসনে জাসাসের নির্বাচন সমন্বয় কমিটি গঠন
ফতুল্লায় বিদেশি পিস্তল ও গুলিসহ পাভেল গ্রেপ্তার
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের স্থায়ী সদস্য অরুণ কুমার দে’র মৃত্যুতে প্রেস ক্লাবের শোক
গণঅধিকার পরিষদের প্রার্থী লিটন মিয়াকে অপহরণের অভিযোগ, তদন্তে পুলিশ
উন্নয়ন ও নিরাপত্তার প্রতিশ্রুতি নিয়ে সরিষাবাড়ীতে শামীমের নির্বাচনী প্রচারণা
সোনারগাঁয়ে বিস্ফোরক ও চোরাচালান পণ্যসহ গ্রেপ্তার ২
বহিরাগত চাপিয়ে ‘অসম্মানের’ জবাব ভোটাররা ব্যালটে দেবেন : মামুনুল হক
জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা
কৃষকদের উন্নয়ন না হলে দেশের উন্নয়ন হবে না - কৃষি উপদেষ্টা
জুলাই জাতীয় সনদ জনগণের সঙ্গে রাজনৈতিক দলগুলোর একটি চুক্তি : আলী রীয়াজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ