ফুটবল বিশ্বে সময়টা এখন স্পেনের। একের পর এক শিরোপা জিতেই চলেছে তারা। পুরুষ ও নারীদের জাতীয় দল ও বয়সভিত্তিক পর্যায় মিলিয়ে ৯ ইভেন্টের বর্তমান চ্যাম্পিয়ন স্প্যানিশরা। তাদের সবশেষ সাফল্য, মেন্স অনূর্ধ্ব-১৯ ইউরোর শিরোপা জয়। আর এবারের অলিম্পিক ফুটবলের স্বর্ণ জয়েরও সুবর্ণ সুযোগ রয়েছে লা রোহাদের সামনে।
সময়টা স্প্যানিশদের। সিনিয়র কিংবা বয়সভিত্তিক— প্রায় সব আসরে তাদেরই রাজত্ব। স্পেন ফুটবলের মুকুটে সবশেষ যোগ হওয়া পালক উয়েফা মেন্স অনূর্ধ্ব-১৯ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা।
যুব ইউরোর ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। উইন্ডসর পার্কে ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে ২-০ গোলের জয়ে শিরোপা উল্লাসে মাতেন রাউল জিমেনেজ, জেরার্ড হার্নান্দেজরা।
শক্তিশালী ক্লাব কাঠামোর সুবাদে স্পেনের ফুটবলাঙ্গনে ইয়াংস্টারের ছড়াছড়ি। জাতীয় দল থেকে শুরু করে সবখানে সার্ভিস দিচ্ছেন যারা। লামিন ইয়ামাল, নিকো উইলয়ামস, পেদ্রিরা ন্যাশনাল টিমের ইউরো শিরোপা পুনরুদ্ধারের নায়ক।
বার্লিনে ২ সপ্তাহ আগে পাওয়া আনন্দের রেশ কাটছেনা সহসাই। এরইমধ্যে বেলফাস্টেও সঙ্গী হলো সুখস্মৃতি। শুধু তাই নয়, সবশেষ ২০২২-২৩ মৌসুমের নেশন্স লিগ শিরোপাজয়ীও লা রোহারা।
পুরুষদের পাশাপাশি নারীদের ফুটবলেও রীতিমতো উড়ছে স্প্যানিশরা। সিনিয়ররা জিতেছে বিশ্বকাপ ও নেশন্স লিগ। বয়সভিত্তিক পর্যায়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ, অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ, অনূর্ধ্ব-১৭ ইউরো সব শিরোপা তাদের শোকেসে। ক’দিন আগে জিতেছে অনূর্ধ্ব-১৯ ইউরোর ট্রফিও। লিথুনিয়ায় ফাইনালে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়েছে তারা। এবার পুরুষদের অনূর্ধ্ব-১৯ ইউরোর মধ্য দিয়ে একই সপ্তাহে এইজ লেভেলে দুই বড় অর্জন স্পেনের।
স্প্যানিশদের একমাত্র আফসোস হয়তো পুরুষদের বিশ্বকাপ। ২০১০’এ একবারই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা। এরপর ২০১৪, ২০১৮ ও ২০২২- তিন আসরেই উল্লেখযোগ্য কিছু করতে পারেনি। প্রথমবার গ্রুপ পর্ব আর এর পরের দু’বার রাউন্ড অব সিক্সটিন থেকেই নিয়েছে বিদায়।
তবে, এবার সুযোগ রয়েছে আরও এক অর্জনের। চলমান অলিম্পিক গেমসেও স্বর্ণজয়ের বড় দাবিদার স্পেন। ২ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে এরইমধ্যে গ্রুপ ‘সি’ থেকে নকআউট নিশ্চিত করেছে তারা। যে উড়ন্ত ফর্মে আছে স্প্যানিশরা, তাতে মেন্স ওয়ার্ল্ড কাপের দ্বিতীয় শিরোপাও হয়তো খুব বেশি দূরে নেই।
বাংলাদেশ সময়: ১০:৩৩:১৯ ৪২ বার পঠিত