অস্ত্র কিনতে ইসরাইলকে ৩৫০ কোটি ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রথম পাতা » আন্তর্জাতিক » অস্ত্র কিনতে ইসরাইলকে ৩৫০ কোটি ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র
শনিবার, ১০ আগস্ট ২০২৪



অস্ত্র কিনতে ইসরাইলকে ৩৫০ কোটি ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

মার্কিন অস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনতে ইসরাইলকে ৩৫০ কোটি ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দফতর।

সংবাদমাধ্যম সিএনএনের বরাত দিয়ে আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৯ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দফতরের একাধিক কর্মকর্তা জানায়, ইসরাইলের সঙ্গে গাজার যুদ্ধ চলাকালীন সময় ইসরাইলের জন্য ৩৫০ কোটি ডলার বরাদ্দ করে মার্কিন কংগ্রেস। সম্প্রতি ইরানের সঙ্গে ইসরাইলের উত্তেজনা বাড়তে থাকায় মূলত এ সহায়তা করা হচ্ছে।

এ সময় পররাষ্ট্র দফতর আরও জানায়, চলতি বছরের এপ্রিলে ইসরাইলকে অস্ত্র কিনতে অর্থ বরাদ্দ সংক্রান্ত বিল পাস করেছিল কংগ্রেস। ওই বিলে ইসরাইলের জন্য ১৪ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের উল্লেখ ছিল। বিদেশি সামরিক অর্থায়ন কর্মসূচির মাধ্যমে এই অর্থ থেকে ইসরাইল যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনতে পারবে।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েই চলছে। ইসরাইল-গাজা যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বের অন্যান্য দেশেও যুদ্ধ লাগার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে কয়েক হাজার মানুষ যুদ্ধে নিহত হয়েছে। এতে মানবিক সংকট সৃষ্টি হয়েছে।

এর মধ্যেই ইরানের রাজধানী তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের পর ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

বাংলাদেশ সময়: ১৫:১৯:২৮   ১৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


জাতিসংঘ সম্মেলনে ফিলিস্তিনিদের প্রবেশাধিকার বন্ধ করা যুক্তরাষ্ট্রের উচিত হবে না : ফ্রান্স
গাজায় তীব্র সংঘাত : নিহত এক ইসরায়েলি সেনা, নিখোঁজ ৪
তুরস্কের বন্দর ও আকাশপথ দিয়ে ইসরায়েলে অস্ত্র পরিবহনে নিষেধাজ্ঞা
ইসরাইলে হামলা আরও বাড়ানোর ঘোষণা ইয়েমেনি সশস্ত্র বাহিনীর
গাজা থেকে ২ জিম্মির দেহাবশেষ উদ্ধারের দাবি ইসরাইলের
কোনো ‘ভয়াবহ ট্র্যাজেডি’ ঘটলে যুক্তরাষ্ট্রের দায়িত্ব নেবেন ভ্যান্স!
পাকিস্তানের পাঞ্জাবে ব্যাপক বন্যা, প্রাণহানি ১৫
রাশিয়া-ইউক্রেন সংঘাতকে ‘মোদির যুদ্ধ’ বলল হোয়াইট হাউস
বিশ্বের প্রথম এইডস টিকা তৈরি করছে রাশিয়া
গাজায় ইসরাইলি যুদ্ধাপরাধে সহায়তার জন্য দায়ী হতে পারে যুক্তরাষ্ট্র: এইচআরডব্লিউ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ