এবার চট্টগ্রামের সড়কে নামছে ট্রাফিক পুলিশ। সোমবার (১২ আগস্ট) থেকে তারা ৫টি পয়েন্টে দায়িত্ব পালন করবেন। তাদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষার্থীরা থাকবেন।
রোববার (১১ আগস্ট) বিকেলে দামপাড়া পুলিশ লাইনসে সমন্বয়কদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম।
পুলিশ কমিশনার বলেন, ‘সোমবার থেকে নগরীর গুরুত্বপূর্ণ ৫টি পয়েন্টে আমাদের ট্রাফিক পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করবেন। তাদের সঙ্গে প্রতিটি পয়েন্টে একজন করে শিক্ষার্থী প্রতিনিধি থাকবেন। প্রথমদিকে আগ্রাবাদ, টাইগারপাস, ওয়াসা, লালখানবাজার ও আগ্রাবাদ এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশ দায়িত্ব পালন করবে। প্রয়োজন হলে নিউমার্কেট এলাকায়ও সমন্বয় করা হবে।’
কমিশনার বলেন, ‘আমি রাস্তায় দেখেছি, আসলে আমাদের শিক্ষার্থীরা কী অক্লান্ত পরিশ্রম করেছে। তারা মাথার ঘাম পায়ে ফেলে ট্রাফিক নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। তাদের এ উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে। তবে তাদের এ কষ্ট আর সহ্য হচ্ছে না।’
শিক্ষার্থীদের ট্রাফিক বিষয়ক ট্রেনিং করানো হবে জানিয়ে তিনি বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক হলে আমি শিক্ষার্থীদের ট্রাফিক বিষয়ে ট্রেইনিং করাব। আর একটি কথা, কোনোভাবেই যেন কোনো মহল সুবিধা নিতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।’
পুলিশের নিরাপত্তা নিশ্চিতের বিষয় উল্লেখ করে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘কাল থেকে আমরা পোশাকে বের হব।’ এ সময় জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ও সমন্বয়করা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫:৪৯:৫০ ৩২ বার পঠিত