তিন বছর পূর্তি উদ্‌যাপন করলো তালেবান সরকার

প্রথম পাতা » আন্তর্জাতিক » তিন বছর পূর্তি উদ্‌যাপন করলো তালেবান সরকার
শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪



তিন বছর পূর্তি উদ্‌যাপন করলো তালেবান সরকার

আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতা লাভের পর কেটে গেছে তিন বছর। এ উপলক্ষে দেশটির সাবেক মার্কিন সামরিক ঘাঁটিতে কুচকাওয়াজের আয়োজন করেছে সরকার।

আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, আফগানিস্তানের তালেবান সরকার তিন বছর ধরে ক্ষমতায় আছে। গত ২০২১ সালের ১৫ আগস্ট যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সেনাদের সরিয়ে নিলে প্রায় দুদশক পর দেশটির শাসন ক্ষমতা নেয় তালেবান। তারপর থেকে এ দিনটিকে বহিঃশত্রুর কাছ থেকে মুক্তির দিন হিসেবে পালন করে তারা।

এরই ধারাবাহিকতায় তালেবান সেনারা এ বছর সাবেক মার্কিন সামরিক ঘাঁটিতে কুচকাওয়াজের মধ্যদিয়ে ক্ষমতা নেয়ার তৃতীয় বর্ষপূর্তি উদ্‌যাপন করেছে। তবে এবার ১৫ আগস্টের একদিন আগেই দিনটি উদ্‌যাপন করা হয়।

এ উপলক্ষে বুধবার (১৪ আগস্ট) সুসজ্জিত ট্যাংক ও হেলিকপ্টার নিয়ে শহর প্রদক্ষিণ করা হয়। এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ স্থানে তালেবান পতাকা উত্তোলন করা হয়। সেনাদের সঙ্গে সঙ্গে তালেবান সমর্থক অনেক সাধারণ মানুষও রাজধানী কাবুলের রাস্তায় নেমে আসে উদ্‌যাপনের জন্য।

এ সময় অনুষ্ঠানে তালেবানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে যোগ দেন চীন, রাশিয়া, পাকিস্তান ও ইরানের প্রতিনিধিরাও।

তবে ক্ষমতা লাভের পর থেকেই দলটির শাসন ব্যবস্থার জন্য নানা ধরনের বিতর্কের মুখে পড়েছে। এর মধ্যেই তালেবান সরকার নানা আয়োজনের মধ্যদিয়ে শাসন ক্ষমতার তৃতীয় বর্ষ উদযাপন করেছে।

এদিন সাধারণ জনগণ দেশে ভালো শাসনব্যবস্থার দাবি জানান। তারা জানান, তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশে দরিদ্রতা, মুদ্রাস্ফীতি ও বেকারত্ব বেড়েই চলেছে। অন্যদিকে, নারী শিক্ষা ও কর্মসংস্থানের ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা দেয়ায় বহিঃর্বিশ্বে ব্যাপক সমালোচনার মুখে পড়ছে এ সরকার।

এদিকে, আন্তর্জাতিকভাবে স্বীকৃতি না পাওয়া এ সরকার সম্পর্কে জাতিসংঘ জানিয়েছে, তাদের নারীবিদ্বেষী নানা নিয়মের জন্য তালেবান সরকারকে স্বীকৃতি দেয়া সম্ভব নয়।

বাংলাদেশ সময়: ১১:৫৪:২৭   ১৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


আমাদের সম্পর্কে ২৮০ কোটি মানুষের স্বার্থ জড়িত, জিনপিংকে মোদি
মালয়েশিয়ার ৬৮তম স্বাধীনতা দিবস উদযাপিত
হামলার ভয়ে ‘গোপন স্থানে’ মন্ত্রিসভার বৈঠক করবেন নেতানিয়াহু!
জাতিসংঘ সম্মেলনে ফিলিস্তিনিদের প্রবেশাধিকার বন্ধ করা যুক্তরাষ্ট্রের উচিত হবে না : ফ্রান্স
গাজায় তীব্র সংঘাত : নিহত এক ইসরায়েলি সেনা, নিখোঁজ ৪
তুরস্কের বন্দর ও আকাশপথ দিয়ে ইসরায়েলে অস্ত্র পরিবহনে নিষেধাজ্ঞা
ইসরাইলে হামলা আরও বাড়ানোর ঘোষণা ইয়েমেনি সশস্ত্র বাহিনীর
গাজা থেকে ২ জিম্মির দেহাবশেষ উদ্ধারের দাবি ইসরাইলের
কোনো ‘ভয়াবহ ট্র্যাজেডি’ ঘটলে যুক্তরাষ্ট্রের দায়িত্ব নেবেন ভ্যান্স!
পাকিস্তানের পাঞ্জাবে ব্যাপক বন্যা, প্রাণহানি ১৫

News 2 Narayanganj News Archive

আর্কাইভ