বুধবার রাত থেকে অস্ত্র উদ্ধার অভিযান শুরু: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বুধবার রাত থেকে অস্ত্র উদ্ধার অভিযান শুরু: স্বরাষ্ট্র উপদেষ্টা
মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪



বুধবার রাত থেকে অস্ত্র উদ্ধার অভিযান শুরু: স্বরাষ্ট্র উপদেষ্টা

অস্ত্র জমা দেয়ার শেষ দিন আজ। বুধবার রাত থেকে অস্ত্র উদ্ধারে অভিযান শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর বৈঠক শেষে এসব কথা বলেন তিনি৷

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,

অস্ত্র জমা দেয়ার শেষ দিন আজ। দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে বুধবার রাত ১২টা থেকে যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে। একইসাথে মাদক দ্রব্য নিয়ন্ত্রণে মাদক চোরাচালান ও এরসাথে সম্পৃক্ত গডফাদারদের ধরা হবে।

উপদেষ্টা আরও বলেন, আজকের সভাটি ছিলো আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের প্রথম সভা৷ এ সভায় প্রধানত দেশের আইনশৃঙ্খলা নিয়ে কথা হয়েছে৷ কীভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা যায়, সেসব নিয়ে কথা হয়েছে৷ এ ব্যাপারে কিছু কিছু পদক্ষেপও গ্রহণের বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে৷

জাহাঙ্গীর আলম বলেন,

আজই সব বৈধ এবং অবৈধ অস্ত্র জমাদানের শেষ দিন৷ বুধবার রাত থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন চলবে অস্ত্র উদ্ধারের জন্য৷ আমরা যেন অবৈধ অস্ত্রগুলো সংগ্রহ করতে পারি; আমি এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করছি৷

উপদেষ্টা বলেন, মাদক আমাদের দেশে বড় সমস্যা৷ এই মাদকদ্রব্য আমরা কীভাবে নিয়ন্ত্রণ করতে পারি, সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে৷ মাদক নিয়ন্ত্রণ আমাদের জন্য খুবই জরুরি৷ এ কারণে এটা নিয়েও আমরা বিভিন্ন পদক্ষেপ নিতে যাচ্ছি৷ মাদকের গডফাদারদের আইনের আওতায় আনার জন্য কাজ করছি৷

তিনি বলেন,

আসন্ন দূর্গাপূজার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে৷ পূজা যেন ঠিকভাবে হতে পারে, সে বিষয় আমরা পদক্ষেপ নিচ্ছি৷ আশা করছি, এ উৎসবটা খুব ভালোভাবে শেষ হবে৷ কোথাও কোনো সমস্যা হবে না৷

তিনি বলেন, মিয়ানমারের সীমান্ত নিয়ে যে সমস্যা সেটাও আলোচনা হয়েছে৷ আমরা কী কী পদক্ষেপ নিচ্ছি, সেটা ‘অনগ্রাউন্ড’ দেখতে পাবেন৷

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন থানায় হামলা ও লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৫:৩৫:২১   ১৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
জুলাই পদযাত্রায় অংশ নিতে শনিবার সাতক্ষীরায় আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আব্দুল্লাহ
মোংলা বন্দরে লক্ষ্যমাত্রার চেয়ে ৪১ কোটি টাকা বেশি নীট মুনাফা অর্জন
জুলাই ঘোষণাপত্র সংবিধানের ‘চতুর্থ তফসিলে’ অন্তর্ভুক্ত করার পক্ষে বিএনপি
সবুজ নারায়ণগঞ্জ গড়তে এক লাখ গাছ লাগালেন ডিসি
প্রতিহিংসার রাজনীতি করি না: গিয়াসউদ্দিন
বাংলাদেশের নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
নারায়ণগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬৬.৫২ শতাংশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ