ওয়াশিংটনেও বাংলাদেশ প্রসঙ্গে সরব রাহুল গান্ধী

প্রথম পাতা » আন্তর্জাতিক » ওয়াশিংটনেও বাংলাদেশ প্রসঙ্গে সরব রাহুল গান্ধী
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪



ওয়াশিংটনেও বাংলাদেশ প্রসঙ্গে সরব রাহুল গান্ধী

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কিংবা ভবিষ্যতে যেকোনো সরকারের সঙ্গে কাজ করতে চান ভারতের বিরোধীদলীয় নেতা ও ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী।

চারদিনের সফরে যুক্তরাষ্ট্রে গেছেন রাহুল গান্ধী। সেখানে তিনি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন।

বুধবার (১১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ওয়াশিংটনে সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে রাহুল বলেন,

বাংলাদেশের উগ্রপন্থি উপাদান নিয়ে ভারতে উদ্বেগ রয়েছে। আমরাও (কংগ্রেস) তা নিয়ে উদ্বিগ্ন।

তিনি আরও বলেন,

তবে আমি নিশ্চিত যে, বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল হবে এবং আমরা বর্তমান সরকার বা তার পরের অন্য কোনো সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে সক্ষম হবো।

বিরোধীদলীয় এ নেতা আরও বলেন,

আমরা এটা বাংলাদেশের কাছে উত্থাপন করেছি এবং তারাও আমাদের সঙ্গে কথা বলেছে। আমরা যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে, আর আমরা এটা বন্ধ করতে চাই। এটিকে যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করা বাংলাদেশ সরকারের দায়িত্ব।

তিনি আরও বলেন, ‘আমাদের পক্ষ থেকে আমাদের সরকারের দায়িত্ব সহিংসতা বন্ধের জন্য চাপ দেয়া।’

এর আগে, রাহুল গান্ধী ওয়াশিংটনে একদল আইন প্রণেতার সঙ্গে বৈঠক করেন। সেখানে বাংলাদেশ ইস্যু নিয়েও আলোচনা হয়।

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের প্রস্তাবে সাড়া দিয়ে গত ৮ আগস্ট দুপুরে ফ্রান্স থেকে দেশে ফেরেন তিনি। সেদিনই রাত সোয়া ৯টার দিকে ড. ইউনূসকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বাংলাদেশ সময়: ১৫:০৭:০৩   ১৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


গাজায় বোমা হামলায় নিহত সাংবাদিক শরীফ তার শেষ বার্তায় কি বলেছিল ?
ট্যামি ব্রুসকে জাতিসংঘের উপপ্রতিনিধি হিসেবে বেছে নিলেন ট্রাম্প
পাকিস্তানের একটি বিমানও ধ্বংস করতে পারেনি ভারত: খাজা আসিফ
গাজা দখল নয়, হামাসমুক্ত করতে চাই: নেতানিয়াহু
জম্মু-কাশ্মীরে বন্দুকধারীদের সঙ্গে তীব্র সংঘর্ষ, ২ ভারতীয় সেনা নিহত
নির্বাচনে বিজেপি ও ইসি ভোট চুরি করেছে: রাহুল গান্ধী
কানাডায় ইসলামবিদ্বেষ ও মুসলিমদের ওপর নিপীড়ন বেড়েছে ১৮০০ শতাংশ!
‘আপনারা আরও অনেক কিছু দেখবেন’— ভারতের ওপর শুল্ক চাপিয়ে বললেন ট্রাম্প
ঘানায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, দুই মন্ত্রীসহ নিহত ৮
ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ